হাঁসখালিকাণ্ডে গ্রেফতার হলেন তৃণমূল নেতা সমরেন্দু গোয়ালা

হাঁসখালি (Hanskhali) গণধর্ষণকাণ্ডে নয়া মোড়। সিবিআইয়ের (CBI) জালে ধরা পড়লেন ধর্ষণে অভিযুক্ত যুবকের বাবা তথা তৃণমূল নেতা সমরেন্দু গোয়ালা। মনে করা হচ্ছে, এবার ক্রমশ প্রকাশ্যে…

CBI

short-samachar

হাঁসখালি (Hanskhali) গণধর্ষণকাণ্ডে নয়া মোড়। সিবিআইয়ের (CBI) জালে ধরা পড়লেন ধর্ষণে অভিযুক্ত যুবকের বাবা তথা তৃণমূল নেতা সমরেন্দু গোয়ালা। মনে করা হচ্ছে, এবার ক্রমশ প্রকাশ্যে আসবে সব সত্য।

   

হাঁসখালি ধর্ষণ ঘটনার পর একবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিযুক্তের বাবা। তিনি দাবি করেছিলেন, তার ছেলে যদি অভিযুক্ত হয়ে থাকে তাহলে সে শাস্তি পাবে। কিন্তু তার আগে প্রমাণ করতে হবে। কিন্তু তার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তৃণমূল নেতাকে। এতদিনে সিবিআইয়ের হাতে ধরা পড়েছেন তিনি। তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে সিবিআই ক্যাম্পে।

জিজ্ঞাসাবাদ করার পরে আজই আবার তাঁকে আদালতে তোলা হতে পারে, বলে খবর। গতকালই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল, হাঁসখালির ওই নাবালিকাকে ধর্ষণের আগে মাদক খাওয়ানো হয়েছিল। দেওয়া হয়েছিল গাঁজাও। তার পরই তাঁকে একে একে তিনজন মিলে ধর্ষণ করে এবং রাস্তায় ফেলে দেয়। শেষে স্থানীয় এক মহিলা তাঁকে স্কুটিতে তুলে বাড়ি পৌঁছে দেয়।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করতে শুরু করে সিবিআই। গোয়েন্দারা তদন্ত করে জানেন, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা সমরেন্দুর ছেলে ব্রজগোপাল ও তার বন্ধু প্রভাকর পোদ্দার। আগেই তাদেরকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাদেরকে তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। এবার এতদিন ধরে নিখোঁজ তৃণমূল নেতাকে পাকড়াও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।