পুলিশ অনুমতি ছাড়া বিজেপির বিকাশভবন অভিযান ঘিরে গরম পরিস্থিতি

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। ক্রমশ তাপ বেড়ে চলেছে বঙ্গে। আর তারই মধ্যে প্রতিবাদ আন্দোলনে পথে নামল বিজেপি। শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগে পথে নামছে গেরুয়া শিবির।…

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। ক্রমশ তাপ বেড়ে চলেছে বঙ্গে। আর তারই মধ্যে প্রতিবাদ আন্দোলনে পথে নামল বিজেপি। শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগে পথে নামছে গেরুয়া শিবির। দ্রুত নিয়োগ-সহ একাধিক দাবি তুলে এদিন বিকাশ ভবনে যাবেন বিজেপির যুবরা। এই মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় যুব সভাপতি তেজস্বী সূর্য।

জানা গিয়েছে, এই মিছিলের পুলিশি অনুমতি দেওয়া হয়নি। যেহেতু মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই কোনওরকম কর্মসূচি করা যাবে না বলে জানিয়ে দিয়েছে বিধাননগর কমিশনারেট। ফলে পুলিশি বাধা এলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এসএসসি, টেট, এসএলএসটি-সহ বিভিন্ন নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সরকারকে। অধিকাংশ ক্ষেত্রেই নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগ উঠেছে। স্বজনপোষণ কিংবা অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগও রয়েছে প্রচুর। পরিস্থিতি এতটাই জটিল যে কলকাতা হাইকোর্ট বেশ কয়েকটি ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে।