Howrah: হাওড়ার তৃণমূল নেতা খুনে পুলিশের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ

এবার হাওড়ার (Howrah) সাঁকরাইয়ে তৃণমূল (TMC) নেতা খুনের ঘটনায় হাওড়া পুলিশ কমিশনার এর রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ৫ মের মধ্যে হাওড়া পুলিশ কমিশনারকে…

এবার হাওড়ার (Howrah) সাঁকরাইয়ে তৃণমূল (TMC) নেতা খুনের ঘটনায় হাওড়া পুলিশ কমিশনার এর রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ৫ মের মধ্যে হাওড়া পুলিশ কমিশনারকে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজা সেখার মান্থার।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ নভেম্বর হাওড়া তৃণমূল নেতা ওয়াজিউল হক খান খুন হন। সেইসময় মৃত এই তৃণমূল নেতার পরিবারের তরফে দাবি করা হয়, এলাকায় তোলাবাজির প্রতিবাদ করাতেই ওয়াজুলকে খুন করেছে দুষ্কৃতীরা। জানা যায়, বাড়ির সামনে কয়েক জন দুষ্কৃতী টোটোয় চেপে এসে খুব কাছ থেকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। ওয়াজুলের মাথায় একটি গুলি এবং বুকে দু’টি গুলি লাগে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তকারী আধিকারিকরা যথাযথ তদন্ত করছে না, সেইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন। হাওড়া পুলিশ কমিশনার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এবং রাজ্য পুলিশের ডিজি কে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে জানান আবেদনকারীরা। আগ্নেয়য়াস্ত্র দিয়ে খুন করার পরেও মামলার চার্জশিটে তার কোনো উল্লেখ রাখেনি তদন্তকারী আধিকারিক বলে অভিযোগ।

এমনকি তদন্তকারী পুলিশ আধিকারিক বারবার আবেদনকারীদের ভয় দেখাচ্ছে বলেও আদালতে দিন অভিযোগ করেন মামলাকারীর পক্ষের আইনজীবীরা।