Hanskhali Rape: নির্যাতিতার বাড়িতে হুমকি দিতে লোক পাঠায় তৃণমূল নেতা সমর গয়ালি

হাঁসখালির ঘটনায় অন্যতম অভিযুক্তের বাবা তৃণমূল পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করেছে সিবিআই। এবার সমরেন্দ্র গয়ালি সম্পর্কে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ছেলে ব্রজের…

হাঁসখালির ঘটনায় অন্যতম অভিযুক্তের বাবা তৃণমূল পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করেছে সিবিআই। এবার সমরেন্দ্র গয়ালি সম্পর্কে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ছেলে ব্রজের গতিবিধি সম্পর্কে অবগত ছিলেন তিনি। এমনকি নির্যাতিতার বাড়িতে হুমকি দিতে লোক পাঠিয়েছিলেন। এমনকি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তিনি।

ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালি। অবশেষে তার খোঁজ পান তদন্তকারীরা। নদিয়ার বগুলায় গা ঢাকা দিয়ে বসেছিলেন তিনি। সিবিআই আধিকারিকরা তলব করে সমরেন্দুকে। মঙ্গলবার সিবিআই সমরেন্দুকে ব্রজগোপালের সঙ্গে বসিয়ে চলে জিজ্ঞাসাবাদ।

শুক্রবারই প্রমাণ লোপাটের অভিযোগে তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করেছে সিবিআই। তাকে গ্রেফতার করার পরেই একাধিক তথ্য হাতে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, সমরেন্দুকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর বের করতে চায় সিবিআই। এর মধ্যে রয়েছে জন্মদিনের পার্টি সমরেন্দুর বাড়িতে হয়েছিল কিনা। পরিবারের তরফে নির্যাতিতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? নির্যাতিতার শেষকৃত্যের সময় কারা উপস্থিত ছিলেন?

ইতিমধ্যেই তথ্য লোপাট হওয়ার আশঙ্কায় তৃণমূল নেতার ছেলের তিন বন্ধুকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, তিন যুবকের বয়স ২২ বছরের মধ্যে। নির্যাতিতার শেষকৃত্যের সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ধর্ষণের পর নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই তিনজন সঙ্গ দেয় বলে অভিযোগ ওঠে। এমনকি নির্যাতিতার পরিবারকে জোর করে হুমকি দিয়ে দেহ পোড়ানোতে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।