বীরভূমের (Birbhum) বোলপুরের (bolpur) মির্জাপুর গ্রামের আদিবাসীরা বিজেপি ছাড়লেন হুডমুড়িয়ে। গোটা গ্রামে প্রায় ৪০০ পরিবার বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগ দিয়েছে।
জেলা সিপিআইএম নেতৃত্বের দাবি, রোজই বীরভূমে শাসক তৃ়ণমূল ও বিধানসভায় বিরোধী দল বিজেপি ছেড়ে বাম শিবিরে যোগদান চলছে। বারবার ভেঙেছে শাসক দল। তবে জেলায় বিজেপিতে এটাই সাম্প্রতিক সব থেতে বড় ভাঙন হয়েছে।
বাম শিবিরে এসে আদিবাসীদের দাবি, তৃণমূলের অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএম একমাত্র ভরসা।