Rain: বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, দহন জ্বালা থেকে স্বস্তি

ভোরে শিরশিরে হাওয়া। বেলা বাড়লে অস্বস্তির গরম ও ঘাম আর বিকেলে ঝড়বৃষ্টিতে ক্লান্তি দূর হবার সম্ভাবনা। আবহাওয়া রিপোর্ট বলছে, শনিবার পর্যন্ত বিভিন্ন জেলায় মাঝারি ও…

weather

ভোরে শিরশিরে হাওয়া। বেলা বাড়লে অস্বস্তির গরম ও ঘাম আর বিকেলে ঝড়বৃষ্টিতে ক্লান্তি দূর হবার সম্ভাবনা। আবহাওয়া রিপোর্ট বলছে, শনিবার পর্যন্ত বিভিন্ন জেলায় মাঝারি ও ভারি বৃষ্টির (rain) সম্ভাবনা আছে। মিটবে দহন জ্বালা।আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে বিকেল ও সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সবথেকে বেশি সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলায়। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় আর্দ্রতার অস্বস্তি থাকবে। বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা আছে।

মৌসম ভবন জানিয়েছে এই বছর বর্ষা ঢুকতে দেরি হবে, দক্ষিণ- পশ্চিম দিক থেকে কেরলে বৃষ্টি ঢুকতেও সময় লাগবে। ফলে রাজ্যেও বর্ষার আগমন বিলম্বিত।

আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে এই বছর এল নিনোর ফলে পূর্ব এবং প্রশান্ত মহাসাগর উষ্ণ হয়ে উঠে। তাই বর্ষার দ্বিতীয়ার্ধে এল নিনোর কিছুটা প্রভাব থাকতে পারে।