Egra Blast: ঝলসে গেছে ‘বোমা কারখানার মালিক’ ভানু, পড়ে আছে কটকের হাসপাতালে

এগরা বিস্ফোরণের (Egra Blast) ঘটনায় পলাতক ‘বোমা কারখানা’র মালিক ভানু বাগ ওড়িশাতেই আছে বলেছিলেন মু়খ্যমন্ত্রী। ভানুর খোঁজ মিলেছে। বিস্ফোরণে মারাত্মক জখম হয়ে কটকের হাসপাতালে চিকিৎসাধীন…

এগরা বিস্ফোরণের (Egra Blast) ঘটনায় পলাতক ‘বোমা কারখানা’র মালিক ভানু বাগ ওড়িশাতেই আছে বলেছিলেন মু়খ্যমন্ত্রী। ভানুর খোঁজ মিলেছে। বিস্ফোরণে মারাত্মক জখম হয়ে কটকের হাসপাতালে চিকিৎসাধীন ভানু। তার দেহের সত্তর শতাংশ পুড়ে গেছে। কটক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই অবস্থায় ভানু বাগকে ছাড়া সম্ভব নয়। ফলে এই মুহূর্তে এগরা বিস্ফোরণের মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ভানু বাগের গ্রেফতারি সম্ভব নয়।

গ্রেফতার করা হয়েছে ভানুর ছেলে পৃথ্বীজিৎ এবং ভাইপো ইন্দ্রজিৎকে। বিস্ফোরণের পর খাদিকুল গ্রাম থেকে ভানু গাড়িতে চেপে ওড়িশায় পালায়। খাদিকুল গ্রাম থেকে ওড়িশা বেশি দূর নয়।

গ্রামবাসীদের দাবি বাইকে করে ওড়িশা পালিয়েছিল ভানু বাগে। বাইকের মাঝখানে বসেছিল ভানু। তদন্তে নেমে রাজ্য পুলিশের দল ওড়িশা গিয়েছে।

এদিকে বিস্ফোরণস্থল অর্থাৎ খাদিকুল গ্রামে ঢুকে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছেন। গ্রাম জুডে প্রবল ক্ষোভ। অভিযোগ, বাজি তৈরির ব্যবসার আড়ালে পঞ্চায়েত ভোটের আগে বোমা বানানো হচ্ছিল ভানুর নির্দেশে।