Trains Cancelled: দমদমে ট্রাফিক ব্লকের কারণে বাতিল একগুচ্ছ ট্রেন, দেখুন তালিকা

ফের দমদমে ট্রাফিক ব্লক (Trains Cancelled)। টানা ২০ দিন ৪৮০ ঘণ্টা ব্লক নিয়ে কাজ করবেন রেলের কর্মীরা। রেল সূত্রে জানা গিয়েছে, ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের…

ফের দমদমে ট্রাফিক ব্লক (Trains Cancelled)। টানা ২০ দিন ৪৮০ ঘণ্টা ব্লক নিয়ে কাজ করবেন রেলের কর্মীরা। রেল সূত্রে জানা গিয়েছে, ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য বেশকিছু ট্রেন ১৮ এপ্রিল থেকে ৭ মে অবধি বাতিল থাকবে। মোট ২৪টি ট্রেন বাতিল থাকবে। এছাড়া কয়েকটি ট্রেন নির্ধারিত গন্তব্যের আগেই যাত্রা শেষ করবে। কয়েকটি ট্রেন যাত্রাপথের মাঝখানের স্টেশন থেকে গন্তব্যের দিকে রওনা দেবে।

পূর্ব রেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জরুরি ভিত্তিতে কাজের জন্যই এই ব্লক নেওয়া হচ্ছে। দমদম স্টেশনে ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ হবে। ১৮ এপ্রিল থেকে ৭ মে অবধি মোট ২৪টি ট্রেন বাতিল থাকবে। ৫টি ট্রেন মাঝপথে যাত্রা সমাপ্ত করবে। এছাড়া দুটি ট্রেন যাত্রাপথের মাঝখান থেকে গন্তব্যের দিকে রওনা দেবে। যাত্রীদের অসুবিধার জন্য রেল দুঃখপ্রকাশ করেছে।

 একনজরে বাতিল ট্রেনের তালিকা

১. মাঝেরহাট-বারাসত ৩০৩৫১
২. মাঝেরহাট-বারাসত ৩০৩১১
৩. বারাসত-হাসনাবাদ ৩৩৩১১
৪. হাসনাবাদ-বিবাদি বাগ ৩০৩২২
৫. বিবাদি বাগ-কৃষ্ণনগর ৩০১৪৫
৬. মাঝেরহাট-মধ্যমগ্রাম ৩০৩৫৭
৭. মধ্যমগ্রাম-মাঝেরহাট ৩০৩৫৮
৮. মাঝেরহাট-হাসনাবাদ ৩০৩৬১
৯. হাসনাবাদ-দমদম ৩৩২৮২
১০. দমদম-ব্যারাকপুর ৩৩২৩১
১১. ব্যারাকপুর-দমদম ৩৩২৩২
১২. দমদম-গোবরডাঙা ৩৩২৭১
১৩. গোবরডাঙা-শিয়ালদহ ৩৩৬৮৬
১৪. মাঝেরহাট-হাবরা ৩০৩৩৩
১৫. হাবরা-মাঝেরহাট ৩০৩৩২
১৬. মাঝেরহাট-দত্তপুকুর ৩০৩৫৩
১৭. দত্তপুকুর-মাঝেরহাট ৩০৩১৪
১৮. মাঝেরহাট-বারাসত ৩০৩১৩
১৯. শিয়ালদহ-বারাসত ৩৩৪৩৫
২০. শিয়ালদহ-ব্যারাকপুর ৩১২২৩
২১. ব্যারাকপুর-বিবাদি বাগ ৩০১১৬
২২. বিবাদি বাগ-ব্যারাকপুর ৩০১১৩
২৩. ব্যারাকপুর-শিয়ালদহ ৩১২৪২
২৪. বারাসত-মাঝেরহাট ৩০৩১২

পূর্ব রেলের দাবি, যাত্রীদের আরও ভালো পরিষেবা দিতেই এই কাজ করা হচ্ছে। কাজ মিটলে যাত্রীরা ঠিক পার্থক্য বুঝতে পারবেন। তবে যাত্রীদের একাংশের বক্তব্য, সপ্তাহান্তে অর্থাৎ শনি এবং রবিবার এই কাজ করতে পারত রেল। তাহলে যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কম হত। এইভাবে একটানা এতদিন এতগুলো গ্রুরুত্বপূর্ণ ট্রেন বন্ধ থাকলে অনেকেই সমস্যায় পড়বেন।

এর আগে দমদম জংশনে ইন্টারলকিংয়ের কাজের জন্য ১৬ মার্চ রাত ১২টা থেকে ১৮ মার্চ বিকাল ৪টে পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়। মোট ৮৯২টি ট্রেনের মধ্যে ৭৪৯টি ট্রেন চালানো হয়। ৪৬টি ট্রেন অন্য পথে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। সেবার রেল জানিয়েছিল, দমদম স্টেশনে প্রায় ৫২ ঘণ্টা জুড়ে কাজ চলবে। অত্যাধুনিক সিস্টেম নির্মাণের জন্য এই কাজ করা হবে।