Bratya Basu: প্রধানমন্ত্রী কাল জলপাইগুড়ির মানুষদের কথা বলবেন, জানিয়ে দিলেন ব্রাত্য

সম্প্রতি উত্তরবঙ্গে ব্যাপক ঝড়ে প্রবল ক্ষতি হয়। ঘটনা ঘটার দিনই উত্তরবঙ্গে বিশেষ বিমানে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ে বাড়িঘর হারানো মানুষদের সঙ্গে কথা…

Bratya Basu

সম্প্রতি উত্তরবঙ্গে ব্যাপক ঝড়ে প্রবল ক্ষতি হয়। ঘটনা ঘটার দিনই উত্তরবঙ্গে বিশেষ বিমানে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ে বাড়িঘর হারানো মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি হাসপাতালে গিয়েও আহতদের সঙ্গে দেখা করেন। তাদের সমস্যার কথা শোনের। প্রশাসনিক সাহায্যের আশ্বাস দেব। প্রশাসনকে সমস্তরকম সাহায্যের কথা বলেন। সরেজমিনে ঘটনা পর্যবেক্ষণ করেন তিনি। আজ সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু (Bratya Basu) সেই কথা বলেন।

দুর্গতদের সঙ্গে কথা বলার পর চালসায় একটি চায়ের দোকানে স্থানীয়দের চা করে খাওয়াতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর এই সফরের কথা বারবার তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

ব্রাত্য বসুর মনে করিয়ে দেন সম্প্রতি কোচবিহারে এসে নির্বাচনী প্রচার করলেও ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত মানুষদের কথা একবারও উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কেবলই মনের কথা বলেন কিন্তু আমাদের কথা শোনেন না। কিন্তু এই প্রথম এমনটা হবে যেখানে তিনি আমাদের কথা শুনবেন। আগামীকাল তিনি জলপাইগুড়িতে ভোটপ্রচারে আসছেন।

ব্রাত্য বসুর কথায়, আগের দিন আমরা আন্ডারলাইন করেছিলাম। আজও আমরা তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার কথা জানাচ্ছি যে, কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ায়ের যে প্রবল ঝড় হয়ে গেল তার কথা আগের দিনের জনসভায় একবারও বলেননি মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আমরা মনে করিয়ে দিলাম বলে আগামীকাল জলপাইগুড়িতে তিনি এই ঝড়ের কথা উল্লেখ করবেন।