ফের পঞ্চায়েতের বলি রায়দিঘি তৃণমূল কর্মী

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই উত্তপ্ত ছিল রায়দিঘি। এবার ভোটের গণনার দিনেও সেই একই রূপ ধরা পড়ল। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেই দক্ষিণ ২৪ পরগণার…

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই উত্তপ্ত ছিল রায়দিঘি। এবার ভোটের গণনার দিনেও সেই একই রূপ ধরা পড়ল। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেই দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘিতে নৃশংস ভাবে খুন তৃণমূল কর্মী। এই গোটা খুনের ঘটনায় বিজেপির দিকে নিশানা করেছে তৃণমূল।

জানা গিয়েছে ভোর রাতে রায়দিঘির চাঁদপাশা এলাকার মাঠ থেকে তৃণমূল কর্মী বিপ্লব হালদারের(৩৫) মৃতদেহ উদ্ধার হয় তিনি ১০৫ নম্বর বুথের বাসিন্দা। পরিবারের অভিযোগ, এই বুথেই জয়ী হয় বিজেপি প্রার্থী তারপর থেকেই তৃণমূল কর্মীকে হুমকি দিচ্ছিল তারা। এর পরেই তাকে কুপিয়ে খুন করে পুকুরে ফেলে দেয় বিজেপি।

নিহতের দিদি জানিয়েছেন, জোকার একটি বেসরকারি কোম্পানি কর্মরত বিপ্লবকে তার কয়েকজন বন্ধুরা এসে রাতে ডেকে নিয়ে যায় এবং তারপরই তার মৃতদেহ উদ্ধার হয়।

এই নিয়ে পঞ্চায়েত ভোট উৎ’শবে’ ৩৫ দিনে ৪২ জনের মৃত্যু হয়। মনোনয়ন পর্ব থেকে উত্তপ্ত ছিল রায়দিঘি। এ যেন ভোট নয় এক রক্ত মিছিলে হোলি খেলা। আজ ফের রায়দিঘিতে এক তৃণমূল কর্মীর মৃত্যুতে রীতিমতো থমথমে গোটা এলাকা।