TMC: দুর্নীতি-রিগিং অভিযোগ নিয়েও উপনির্বাচনে তৃণমূল হাসছে

একাধিক দুর্নীতিতে জর্জরিত শাসক দলের শীর্ষ নেতৃত্ব৷ যার জেরে নিত্যদিন বয়ে চলেছে কটাক্ষের ঝড়৷ এরই মধ্যে দুই পুরসভার উপনির্বাচনের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। একাধিক…

TMC

একাধিক দুর্নীতিতে জর্জরিত শাসক দলের শীর্ষ নেতৃত্ব৷ যার জেরে নিত্যদিন বয়ে চলেছে কটাক্ষের ঝড়৷ এরই মধ্যে দুই পুরসভার উপনির্বাচনের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। একাধিক অনিয়মের অভিযোগের পরেও বনগাঁ (Bingaon) ও আসানসোলে(Asansol)  উড়ল (TMC) সবুজ আবির।

বুধবার সকালেই উপনির্বাচনের ফল প্রকাশ হয়ে যায়। পশ্চিম বর্ধমামের আসানসোল পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন বিধান উপাধ্যায়। সাড়ে চার হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন তিনি। দ্বিতীয় স্থানে সিপিআইএম প্রার্থী শুভাশিস মণ্ডল। তৃতীয় স্থানে বিজেপি, চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস। ৭ রাউন্ড গণনা হয়। মেয়র পদে থাকলেও পুর নির্বাচনে অংশগ্রহণ করেননি বিধান উপাধ্যায়৷ আজ উপনির্বাচনে জয়লাভ করলেন তিনি।

   

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী পাপাই রাহা। ২ হাজার ১১৮ ভোটে জয়ী হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি-র অরূপ পাল। নির্বাচনের দিন এই ওয়ার্ড থেকে ভুরিভুরি অভিযোগ উঠেছে। শাসক দলের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানিয়েছিলেন বিরোধী পক্ষের নেতারা। সেই অভিযোগের পরেও জয়লাভ করল তৃণমূল।

তবে বনগাঁ পুরসভার ভোটের ফলাফল প্রত্যাশিত হলেও আসানসোলের ফলাফল নিয়ে চিন্তায় পদ্ম শিবির। বিধানসভা নির্বাচনের জোর দিলেও সেভাবে ওড়েনি গেরুয়া ঝড়। বরং লোকসভা উপনির্বাচনে আসন খোয়াতে হয়েছে বিজেপিকে। এখন পুরসভার উপনির্বাচনে মুখ থুবড়ে পড়তেই বেজায় অস্বস্তিতে মুরলীধর সেন লেনের নেতারা। অন্যদিকে, শিল্পাঞ্চলে দ্বিতীয় স্থান দখল করে চমক দিল বামেরা৷ ভোটের সংখ্যা কম হলেও আগামী দিনে শিল্পাঞ্চলে বিশেষ গুরুত্ব দিতে চায় আলিমুদ্দিন৷