Weather: কলকাতা সহ একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

ফের বদল হল আবহাওয়ার (Weather)। মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক অংশে ঝেঁপে নামল বৃষ্টি। বুধবার সকালেও সেই বারি ধারা অব্যাহত রইল। সকাল থেকেই…

ফের বদল হল আবহাওয়ার (Weather)। মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক অংশে ঝেঁপে নামল বৃষ্টি। বুধবার সকালেও সেই বারি ধারা অব্যাহত রইল। সকাল থেকেই আকাশের মুখ ভার, কর্মব্যস্ত মানুষ বৃষ্টি মাথায় করে যে যার গন্তব্যস্থলের দিকে রওনা হয়েছেন।

প্রশ্ন উঠছে, কতদিন থাকবে এরকম আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে রাজ্যজুড়ে। কলকাতায় সকালে মূলত মেঘলা আকাশ থাকবে। সেইসঙ্গে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে।

   

হাওয়া মোরগ আরও জানাচ্ছে, ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।