TMC সমর্থকদের হামলা! আক্রান্ত বিধায়ক ইদ্রিশ আলি

মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে হামলা  ও ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের কর্মীদেরই একাংশ হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্ত TMC বিধায়ক। অভিযোগ দলীয় পদ…

Idris Ali

মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে হামলা  ও ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের কর্মীদেরই একাংশ হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্ত TMC বিধায়ক।

অভিযোগ দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে মাথাপিছু ৪৫ লক্ষ টাকা করে নিয়েছেন এই অভিযোগে সোমবার মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে হামলা চালাল তৃণমূল কর্মীরাই৷

সূত্রের খবর, যে সময় বিধায়কের বাড়িতে হামলা চালানো হয়, সেই সময়েই বাড়িতে উপস্থিত ছিলেন বিধায়ক নিজে। অভিযোগ, বাজারের ব্যাগে করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বিধায়ক৷ যা ঘিরে তুমুল শোরগোল পড়ে গেছে গোটা জেলায়৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক৷ অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি৷

অভিযোগ, ভগবানগোলার ১ নম্বর ও ২ নম্বর ব্লকের সভাপতি বদল নিয়ে ঝামেলার সূত্রপাত। এদিন তৃণমূল কর্মীদের একাংশ এদি৷ তাঁর বাড়িতে হামলা চালায়৷ তার গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়। এমনকি বাড়ির আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন তৃণমূল সমর্থক প্রতিহত করতে গেলে তাদের ওপরেও হামলার অভিযোগ উঠেছে৷ হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু করেছেন বিধায়ক। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ভগবানগোলা থানার পুলিশ।

এমনিতেই টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক তৃণমূল নেতাদের বিরুদ্ধে। জায়গায় হামলার শিকার তৃণমূল নেতারা৷ এরই মধ্যে ভগবানগোলার ঘটনা অস্বস্তি বাড়িয়েছে৷