Weather: ঘণ কুয়াশা ঘিরছে, সপ্তাহ শুরুতে বাড়ল তাপমাত্রা

রবিবারের তুলনায় আজ অর্থাৎ সোমবার কিছুটা বাড়ল তাপমাত্রা (Weather)। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি আরো…

রবিবারের তুলনায় আজ অর্থাৎ সোমবার কিছুটা বাড়ল তাপমাত্রা (Weather)। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি আরো জানানো হয়েছে, রাতের দিকে এই তাপমাত্রা আরো নিম্নমুখী হবে।

যদিও এখনো বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলবে না বলে জানাল হাওয়া অফিস। বলা হয়েছে, দুই জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাকি জেলাগুলিতে আগামী ২ দিন শীতের দাপট চলবে এদিকে বুধবার থেকে রাজ্যজুড়ে আবারও প্রায় ৩-৫° বাড়বে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার সকালের মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পং জেলায়। এই দুই জেলায় বৃষ্টি হলেও শুকনোই থাকবে পাহাড়ের  অন্যান্য জেলা গুলি। আজ রাতের তাপমাত্রার তেমন হেরফের না হলেও আগামী ৪ দিন বেশ অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা। হিমালয় সংলগ্ন জেলা গুলিতে সকালে মাঝারি থেকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাজধানীতে ঠাণ্ডার দাপট বাড়বে, সেইসঙ্গে ২৫-৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইবে। পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হওয়ার ফলে উপত্যকার একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে তুষারপাতও হবে। পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি, মধ্য প্রাচ্য থেকে ধুলো / বালি পূর্ব দিকে ভ্রমণ করবে, ফলে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, কর্ণাটক, তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশের আবহাওয়াকে প্রভাবিত করবে। সেইসঙ্গে শৈত্যপ্রবাহ হবে।