সাদা কাগজ চেয়েছেন বন্দি পার্থ, কালো টাকার হিসেব লিখবেন নাকি কারোর নাম! চলছে কানাকানি

প্রথমে অর্থনীতি এবং পরে বিজনেজ ম্যানেজমেন্টের ছাত্র৷ তারপর বড় কর্পোরেট চাকরি ছেড়ে রাজনীতিতে প্রবেশ। কারাবাসে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জীবন অন্যান্যদের মতো একেবারেই ছা-পোষা…

partha chatterjee

প্রথমে অর্থনীতি এবং পরে বিজনেজ ম্যানেজমেন্টের ছাত্র৷ তারপর বড় কর্পোরেট চাকরি ছেড়ে রাজনীতিতে প্রবেশ। কারাবাসে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জীবন অন্যান্যদের মতো একেবারেই ছা-পোষা নয়৷ বৈভবপূর্ণ জীবনযাত্রার বদলে মাত্র একটি চৌকিতে দিন কাটছে তাঁর। কিন্তু একঘেয়ে জীবন কাটাতে চান না আর। সূত্রের খবর, কারাবাসে থেকে সাহিত্য চর্চা করতে চান৷ তা একাধিক বই চেয়ে পাঠিয়েছেন৷ তার মধ্যে রয়েছে রামকৃষ্ণ কথামৃত ও মহাশ্বেতা দেবীর বই৷ পার্থ কিছু লেখার কাগজ চেয়েছেন।

জেলে বসে নিজের জীবন সম্পর্কে কিছু কথা লিপিবদ্ধ করবেন পার্থ চট্টোপাধ্যায়? কারণ, এর আগে তৃণমূলের কুণাল ঘোষ বা সিপিআইএম নেতা সুশান্ত ঘোষরা জেলবন্দি থাকাকালীন নিজের জীবনের একাধিক অধ্যায়ের কথা তুলে ধরেছিলেন৷ পার্থবাবু কী সেটা করবেন? অবশ্য এবিষয়ে তিনিই বলতে পারবেন৷ তবে একাধিক মহলে আলোচনা খাতা পেন নিয়ে কালো টাকার হিসেব করবেন তিনি৷

সূত্রের খবর, দুই দিন ধরে জেলে থাকার পর পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা মোটেই ভালো নয়৷ পা ফোলা বেড়েছে। হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথার কারণ কী, তা খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য দফতরকে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরির জন্য আবেদন জানিয়েছে বলে দাবি সূত্রের। স্বাস্থ্য দফতরকে একটি চিঠি দিয়েছে জেল কর্তৃপক্ষ৷

যদিও ইডি হেফাজতে থাকাকালীন ৪৮ ঘন্টা অন্তর পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করা হয়েছে৷ সেখানে কোনও সমস্যা ধরা পড়েনি। কিন্তু কারাবাসে এধরনের অসুস্থতার কারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন আইনজীবীরা৷ সূত্রের খবর, তাঁর শারীরিক সমস্যার কথা ভেবে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত ওজনের কারণে নিয়ে আসা হয়েছে খাট৷

তবে জেলবন্দি পার্থর ভবিষ্যত কী হবে সেটা নিয়ে প্রশ্ন ক্রমাগত ঘনাচ্ছে৷ সূত্রের খবর, পার্থকে জেলেই জিজ্ঞাসাবাদ করবে৷ সেইসঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নামতে চায় সিবিআইও। ইডি-সিবিআইয়ের জোড়া ফালায় বিদ্ধ পার্থকে সবটা উগরে দেবেন? এই প্রশ্ন তৃণমূলের অন্যান্য নেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে৷