সুজন ঘনিষ্টদের চাকরি তালিকা দিয়ে কুণালের কটাক্ষ, অভিযোগ নয় প্রমাণ চায় বাম

নিয়োগ দুর্নীতিতে জর্জরিত তৃণমূল কংগ্রেস সরকার। তবে তাদের অভিযোগ পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলেও নিয়োগ দুর্নীতি হয়েছিল। সেই রেশ ধরে আবার নিশানায় সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (sujan chakraborty)।

Kunal Ghosh comments on Sujan Chakraborty's alleged list of favorites for job appointments

নিয়োগ দুর্নীতিতে জর্জরিত তৃণমূল কংগ্রেস সরকার। তবে তাদের অভিযোগ পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলেও নিয়োগ দুর্নীতি হয়েছিল। সেই রেশ ধরে আবার নিশানায় সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (sujan chakraborty)। ফের তাঁর নাম করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (TMC spokesperson Kunal Ghosh) দিলেন তালিকা।

ট্যুইটার পোস্টে কুণাল ঘোষ লেখেন, ‘সুজন চক্রবর্তীকে ঘিরে আবার একটি তালিকা সামনে এসেছে। সিপিএমের সূত্রেই বেরিয়েছে। তখন রাজ্যে অত বেকার, আর ওই বৃত্তে সবাই চাকরিতে। একইসঙ্গে তাঁর প্রশ্ন, সুজনদা, তালিকা কি ঠিক? যদি ঠিক হয়, এতজনের চাকরি দৃশ্যত কি স্বাভাবিক? যদি তালিকা ভুল হয়, রটনা নিন্দার। যদি ঠিক হয়, তদন্ত হোক।’

এর আগে সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেন সুজন চক্রবর্তী। এবার তাঁর ঘনিষ্ঠদের চাকরি নিয়ে তালিকা প্রকাশ করলেন কুণাল ঘোষ। তিনি লেখেন, সুজনদা, তালিকা কি ঠিক?

তবে বাম জমানার নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেও তৃ়ণমূলের তরফে কোনও প্রমাণ দাখিল করা সম্ভব হয়নি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কটাক্ষ করে বলেছেন, মামলা ঠুকুন।