CPIM: সেলিম ছড়ালেন “#ChorTMC” স্লোগান, কয়েক সেকেন্ডে ভাইরাল ‘চোর টিএমসি’

“গোপনে চোর তাড়ান,গলায় জোর বাড়ান।” এমনই ক্যাচলাইন তার সাথে “#ChorTMC” দিয়ে পোস্ট করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPI(M) State Secretary Mohammad Salim)।

CPI(M) State Secretary Mohammad Salim Posts with Hashtag "ChorTMC"

“গোপনে চোর তাড়ান,গলায় জোর বাড়ান।” এমনই ক্যাচলাইন তার সাথে “#ChorTMC” দিয়ে পোস্ট করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPI(M) State Secretary Mohammad Salim)। তাঁর পোস্ট ‘চোর টিএমসি’ ভাইরাল হয়ে গেছে। বাম নেতা, দলীয় কর্মী সমর্থকরা এই পোস্ট শেয়ার করতে শুরু করে়ছেন।

দলীয় রাজ্য সম্পাদকের পোস্ট সহ সিপিআইএম নেত্রী ও প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম আরও আক্রমনাত্মক। তিন বলেছেন, চোরকে চোর বলবে না তো কি সাধু বলবে। তাঁর ছবি দেওয়া পোস্ট দক্ষিণ বঙ্গের জঙ্গলমহল ও আদিবাসী এলাকায় তীব্র শোরগোল ফেলেছে। একইভাবে উত্তরবঙ্গেও ‘চোর টিএমসি’ পোস্ট ভাইরাল।

নিয়োগ দুর্নীতির অভিযোগে শাসক দল তৃণমূল কংগ্রেস জর্জরিত। ডিএ ইস্যু, আবাস জোজনা দুর্নীতি অভিযোগে বিরোধীদের তীব্র কটাক্ষ চলছে। তবে তৃ়ণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি,পূর্বতন বাম সরকারের দুর্নীতির ফাইল খোলা হবে। সিপিআইএম জানিয়েছে, ফা়ইল খোলা হচ্ছে না কেন? বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, শুধু অভিযোগ নয় মামলা ঠুকুন। এদিকে রাজনৈতিক মহলে আলোচনা, তৃণমূল বারবার বাম সরকারের দুর্নীতির অভিযোগ করছে কিন্তু ফাইল প্রকাশ বা প্রমাণ কেন দিচ্ছে না।

পঞ্চায়েত ভোটের আগে বাম বনাম তৃ়ণমূলের মধ্যে চলছে পরস্পরকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করার পালা। আর নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তে জেরবার মমতা সরকার। এবার সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম চালু করলেন chortrinamool @ gmail.com নামে একটি ই মেল। এই ই মেলে ঘটনা ও অভিযোগ জমা করতে আহ্বান করেছে সিপিআইএম।