অটো,টোটো,বাস, জুটমিল বন্ধ করে দিল তৃণমূলের ‘বিদ্রোহী’রা

যেমন হুঁশিয়ারি তেমন কাজ, কামারহাটি পৌরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী পদ পরিবর্তন না করায় শনিবার বিকেল থেকে কামারহাটি অঞ্চলের অটো,টোটো,বাস, জুটমিল বন্ধ করে…

TMC logo with flowers in the background

যেমন হুঁশিয়ারি তেমন কাজ, কামারহাটি পৌরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী পদ পরিবর্তন না করায় শনিবার বিকেল থেকে কামারহাটি অঞ্চলের অটো,টোটো,বাস, জুটমিল বন্ধ করে দিল তৃণমূল পরিচালিত আইএনটিটিইউসি ট্রেড ইউনিয়ন ।

এর এর পাশাপাশি ইউনিয়ন নেতা আলী রাজা হুমকি দিয়েছেন যে আগামী দিনে প্রার্থী পদ পরিবর্তন না করা হলে বৃহত্তর আন্দোলন করে কামারহাটি স্তব্ধ করে দেবে ।

১০৮টি পুরসভায় নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। যদিও অনেকের নাম এই তালিকায় নেই। যার ফলে জেলায় জেলায় ক্রমশ বাড়ছে বিক্ষোভ। বিক্ষোভের আগুন ছড়িয়েছে ব্যারাকপুরেও। তৃণমূল কংগ্রেসের বারাকপুর শিল্পাঞ্চলের প্রার্থীপদ নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের জায়গায় জায়গায় বিক্ষোভ চলছে। এদিন মদন মিত্রর দক্ষিণেশ্বরের বাড়িতে প্রার্থীপদ না পাওয়ায় একাধিক দলীয় কর্মী বিক্ষোভ দেখায়। মদন মিত্র জানিয়েছেন তাকে অন্ধকারে রেখে প্রার্থীপদ রাজ্য দপ্তরে পাঠানো হয়েছে।

পাশাপাশি তিনি এও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি এই বিষয়ে কথা বলবেন। তার বিধানসভা এলাকা কামারহাটি জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।