Bankura: চলছিল পারলৌকিক ক্রিয়ার তোড়জোড়, ১২ বছর আগে ‘মৃত’ ব্যক্তির মিলল খোঁজ

  বাঁকুড়াঃ পারলৌকি ক্রিয়ার তোড়জোড় শুরু করার ফাঁকেই পেশায় শিক্ষক ছেলে খোঁজ পেলেন ‘মৃত’ বাবার। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বাঁকুড়ার (Bankura) জয়পুরের হেতিয়া…

 

বাঁকুড়াঃ পারলৌকি ক্রিয়ার তোড়জোড় শুরু করার ফাঁকেই পেশায় শিক্ষক ছেলে খোঁজ পেলেন ‘মৃত’ বাবার। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বাঁকুড়ার (Bankura) জয়পুরের হেতিয়া গ্রামের কোলে পরিবার সূত্রে খবর, বছর ১২ আগে মৃত বাবা মায়ের পিণ্ডদান করতে যান প্রশান্ত কোলে। সঙ্গী সাথীরা নির্বিঘ্নে বাড়ি ফিরলেও বাড়ি ফেরেননি প্রশান্ত। দীর্ঘ সময় ধরে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। এই অবস্থায় ১২ বছর অতিক্রান্ত হওয়ায় হিন্দু শাস্ত্র মতে ‘নিখোঁজ’ ব্যক্তিকে ‘মৃত’ ধরে নেওয়া হয়। সেই হিসেবে পরিবারের তরফে পারলৌকিক কাজকর্মের তোড়জোড় চলছে, ঠিক তখই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ভেসে উঠলো ‘নিখোঁজ’ প্রশান্ত কোলের মুখ।

জানা যায়, পথ ভুলে ভীন রাজ্যে ঘুরে বেড়ানো প্রশান্ত কোলে নজরে পড়ে যান এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের। তাঁরাই উদ্যোগ নিয়ে দীর্ঘদিনের না কাটা চুল, দাড়ি পরিস্কার করে নতুন পোশাক পরিয়ে দেওয়ার ভিডিও দেখেই স্বামীকে চিনতে পারেন প্রশান্ত কোলের স্ত্রী আভা কোলে। খোঁজ তো পেয়েছেন, এখন ঘরের মানুষ কবে ঘরে ফিরবেন এই ভেবেই কেঁদে ভাসাচ্ছেন স্ত্রী আভা কোলে।

পেশায় প্রাথমিক শিক্ষিকা বৌমা রীনা কোলে বলেন, ভিডিও দেখে আমরা চিনতে পারার পর ওই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি নয়ডার কোন এলাকাতে তিনি আছেন। সঠিক ‘লোকেশান’ জানতে না পারাতেই আমাদের সমস্যা হচ্ছে। এখন আমরা পরিবারের তরফে ওনাকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইছি। কিন্তু কিভাবে তা সম্ভব এই ভেবেই তাঁরা অস্থির বলে তিনি জানান।