সপা ৪০০, বাকি তিনটে বিজেপির, দাবি অখিলেশের

প্রতিবেদন: শুক্রবার উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচার করতে গিয়ে বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্লোগান তুলেছিলেন, ‘ইসবার ৩০০ পার’। ২৪ ঘণ্টার মধ্যেই অমিত শাহকে মুখের ওপর…

Akhilesh Yadav

প্রতিবেদন: শুক্রবার উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচার করতে গিয়ে বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্লোগান তুলেছিলেন, ‘ইসবার ৩০০ পার’। ২৪ ঘণ্টার মধ্যেই অমিত শাহকে মুখের ওপর পাল্টা জবাব দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সাফ জানিয়ে দিলেন, এবারের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ৪০০ আসনে জয়ী হবে। বিজেপির জন্য পড়ে থাকবে মাত্র তিনটি আসন।

উল্লেখ্য, উত্তরপ্রদেশ বিধানসভার ৪০৩টি আসনে এবার ৭ দফায় ভোট গ্রহণ হচ্ছে। ভোট শুরু হবে ১০ফেব্রুয়ারি। ইতিমধ্যেই গো বলয়ের এই বৃহত্তম রাজ্যে কোন দল ক’টি আসন পেতে চলেছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে।
এদিন আলিগড়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, আমি মানুষকে যেভাবে দু’হাত তুলে সপাকে সমর্থন করতে দেখছি তাতে মনে হচ্ছে এবার সপা-আরএলডি জোট ৪০০ আসনে জয়ী হবে। তবে বিজেপিকেও একেবারে খালি হাতে ফেরাবে না মানুষ। তাদের জন্য থাকবে তিনটি আসন।

অখিলেশ এদিন কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। বিজেপিকে নিশানা করতে গিয়ে তিনি তুলে আনেন হাথরসের নির্যাতিতার কথা। অখিলেশ বলেন, হাথরসে নির্যাতিতার পরিবার বিচার চায়। তারা সম্মানের সঙ্গে মেয়ের নিষ্প্রাণ দেহটি দাহ করতে চেয়েছিল। কিন্তু বিজেপি সরকারের লোকজন তাদের সেটা করতে দেয়নি। হাসপাতালে সময়মতো চিকিৎসা পেলে হয়তো ওই তরুণী বেঁচে যেত। কিন্তু মুখ্যমন্ত্রীর আসনে যোগী থাকায় সেটাও সম্ভব হয়নি।
রাজ্যে ভোটের আগে প্রতিটি জনমত সমীক্ষাতে বলা হয়েছে আসন কমলেও বিজেপিই রাজ্যে ক্ষমতায় ফিরতে চলেছে। ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন যোগী।
কিন্তু এই জনমত সমীক্ষাকে বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করলেন অখিলেশ।

 

তিনি বলেন, জনমত সমীক্ষায় এমন একটা ভাব দেখানো হচ্ছে যেন বিজেপি জিতে বসে আছে। কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো। ১০ মার্চ ফল ঘোষণা হলেই দেখা যাবে, বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কারও যদি আমার এই কথা বিশ্বাস না হয় তাহলে ১০ মার্চ অবধি অপেক্ষা করুন। সেদিনই দুপুর ১২টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে আমি ঠিক বলেছিলাম কিনা।