West Bengal: পশ্চিমবঙ্গে রামনবমীতে অশান্তির ঘটনায় ৬টি মামলা এনআইএয়ের

পশ্চিমবঙ্গে (West Bengal) রামনবমীতে অশান্তির (Ramnavami riots) ঘটনায় ৬টি মামলা রুজু এনআইএ- এর। শিবপুর ও শ্রীরামপুরে অশান্তি ঘটনায় ৪ মামলা। রিষড়ায় অশান্তির ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। পাশাপাশি ডালখোলায় অশান্তির ঘটনায় একটি মামলা রুজু হয়েছে NIA-র তরফে।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) বেঙ্গালুরুতে ভারতীয় উপমহাদেশে আল কায়েদা (AQIS) এর সাথে জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে।

পশ্চিমবঙ্গে (West Bengal) রামনবমীতে অশান্তির (Ramnavami riots) ঘটনায় ৬টি মামলা রুজু এনআইএ- এর। শিবপুর ও শ্রীরামপুরে অশান্তি ঘটনায় ৪ মামলা। রিষড়ায় অশান্তির ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। পাশাপাশি ডালখোলায় অশান্তির ঘটনায় একটি মামলা রুজু হয়েছে NIA-র তরফে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী , রাজ্যের ৩ জেলায় রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু করে দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

দাড়িভিটকাণ্ডে কলকাতা হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই, রামনবমীর মিছিল ঘিরে, ৩ জেলায় অশান্তির ঘটনায় ৬টি মামলা রুজু করে ‌। সূত্রের খবর, এই তদন্তে ডিএসপি এবং ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা থাকবেন ।

প্রসঙ্গত, ৩০ মার্চ, রামনবমীর মিছিলকে ঘিরে ২ পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড এলাকা গাড়ি ভাঙচুর সহ আগুন লাগিয়ে দেওয়া হয় গাড়িতে। পুলিশকে লক্ষ করে ইট ছোড়া হয়।

সেদিনই উত্তর দিনাজপুরের ডালখোলাতে রামনবমীর মিছিল ঘিরে অশান্তি বাধে। থানার সামনে রাখা গাড়িতে ভাঙচুর চালানো হয়। ২ এপ্রিল হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিল ঘিরে ফের অশান্তি বাধে।

রামনবমীর মিছিল ঘিরে অশান্তি নিয়ে, হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। দাবি ওঠে এনআইএ তদন্তের। তারই প্রেক্ষিতে গত ২৭ এপ্রিল
তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনে, ৬ টি মামলা রুজু করা হয়েছে।