Aparupa Poddar: শুভেন্দুকে আইনি নোটিশ পাঠিয়ে আসল কাগজ দেখতে চাইলেন অপরূপা

সেই তালিকায় নাম ছিল আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar)। শুভেন্দুর সেই অভিযোগের পরেই এবার আইনি নোটিশ ধরাতে চলেছেন তৃণমূল সাংসদ।

TMC MP Aparupa Poddar and BJP leader Suvendu Adhikar

নিয়োগ দুর্নীতিতে সম্প্রতি জীবনকৃষ্ণ সাহার নাম যুক্ত হয়েছে। তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। এরপরেই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে একাধিক তৃণমূল নেতাদের নাম ও তাঁদের সুপারিশ তালিকা তুলে ধরে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP leader Suvendu Adhikari)। সেই তালিকায় নাম ছিল আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar)। শুভেন্দুর সেই অভিযোগের পরেই এবার আইনি নোটিশ ধরাতে চলেছেন তৃণমূল সাংসদ।

তিনি ট্যুইট করে জানিয়েছেন, “শুভেন্দু দাদা এবং তরুণ জ্যোতি তিওয়ারি দাদা সম্মানের সাথে বললাম, আপনাদের কে নোটিশ দিলাম সাথে শ্রীরামপুর পুলিশ স্টেশন এ অভিযোগ জানালাম, এবার অনুরোধ করছি আসল কাগজ দেখান,সিবিআই-ইডি কে পাঠান,আমি আপনাদের কোর্টে টেনে কেস শুরু। করলাম। এগিয়ে যান ভালো থাকবেন। হ্যাঁ তরুণ জ্যোতি বাবু আপনি কাকে পছন্দ করেন আফরিন কে নাকি আি কে?আসলে আপনি সংখ্যালঘু সম্প্রদায় বিরোধী আপনি তাদের ঘেন্না করেন। আসলে আপনাদের গুটকা, তিরঙ্গা, বিমল সাথে গলায় গামছা মুখে অপসংস্কৃতি, যেটা বাংলার শিক্ষিত মানুষ পছন্দ করে না”।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

নিয়োগ দুর্নীতি মামলায় শুভেন্দুর অপরূপার নাম প্রকাশ্যে আনতেই প্রমাণ করার জন্য সাত দিন সময় দিয়েছিলেন তৃণমূল সাংসদ। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁকেও প্রমাণ করার জন্য ৫ দিন সময় দিয়েছিলেন তিনি। তাঁর মধ্যে নিজের সপেক্ষে যুক্তি দিয়ে ট্যুইট করেন। এখন আইনি পদক্ষেপ নিলেন।

শুভেন্দুর বক্তব্যের প্রেক্ষিতে অবশ্য অপরূপা পোদ্দার জানিয়েছেন, দিব্যেন্দু অধিকারী তাঁকে বিজেপিতে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি রাজি না হওয়ার কারণে এখন তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এমনকি একটি ট্যুইটে তিনি জানিয়েছেন, অপ্রমাণিত নথি সাক্ষ্য আইন ১৮৭২ অনুযায়ী প্রমাণ হতে পারে না। এই নথিপত্র বিজেপি নেতার কাছ থেকে এসেছে, কোনও সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে নয়, এবং নথিপত্রের সত্যতা কোনও তদন্তকরী সংস্থার দ্বারা যাচাই করা হয়নি আর সিবিআই যদি নূন্যতম যোগসূত্র খুঁজে পেত তাহলে তাঁরা আমাকে এতক্ষনে গ্রেফতার করত আর তরুণজ্যোতি তিওয়ারি তুই শুভেন্দুর চেলা, সিবিআই বা কোন তদন্তকারী সংস্থার মহাপরিচালক না, যদি দম থাকে নথিপত্র মিডিয়ার সামনে নিয়ে আয়।

একইসঙ্গে তিনি বলেন, আর তুই বা তোর দল আফরিন আলী বলে সম্বোধন করিস সেটা কি মুসলিম সম্প্রদায় মানুষদের অপমান করিস না, যেভাবে তোর দলের সর্বোচ্চ নেতা দেশের প্রধানমন্ত্রী মাননীয়া মুখ্যমন্ত্রীকে ও দিদি…ও দি….দি বলে মহিলাদের অসম্মান করে। আর একটা কথা বলছি তোকে আর তোর দলকে আমি অপরুপা পোদ্দার জন্মগত এখনও অপরুপা পোদ্দার আছি আর ভবিষ্যতেও থাকবো।