‘মনোনয়ন জমা করতে পারছি না’…অসহায় কণ্ঠে জানালেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

তৃণমূল বিধায়ক (saokat molla) শওকত মোল্লার আক্ষেপ ঝরে পড়ল সংবাদ মাধ্যমের সামনে। ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক জানালেন ‘আমরা মনোনয়ন জমা করতে পারছি না’। অসহায় বিধায়কের অভিযোগ, আইএসএফ ও সিপিআইএমের সমর্থকরা হামলা করছে। আমরা মনোনয়নে পিছিয়ে আছি।

দক্ষিণ ২৪ পরগনার দুই এলাকা ভাঙড় ও ক্যানিংয়ে পঞ্চায়েত মনোনয়ন জমা ঘিরে তীব্র সংঘর্ষ চলছে। ভাঙড়ে সরাসরি টিএমসির সাথে আইএসএফ-বাম সমর্থকদের সংঘর্ষ চলছে।

   

অন্যদিকে ক্যানিংয়ে চলছে তৃণমূলের দুই গোষ্ঠির মধ্যে মনোনয়ন ঘিরে সংঘর্ষ, এর পাশাপাশি আইএসএফ ও বাম জোট সমর্থকদের সাথেও তৃণমূলের সংঘর্ষ চলছে। পরিস্থিতি এতটাই গরম যে ড্রোন নামিয়ে দূর থেকে পর্যবেক্ষণ করে পুলিশ শুরু করেছে লাঠিচার্জ। তবে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশকে কোণঠাসা করা হয়।

ক্যানিং পূর্বের টিএমসি বিধায়ক শওকত মোল্লা জানান, পরিস্থিতি এমনই যে আমরা ঠিকমতো মনোনয়ন জমা করতেই পারিনি। গত দুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে দলীয় সমর্থকরা ব্যস্ত। আজ মনোনয়ন জমা করার জন্য বিভিন্ন পঞ্চায়েত থেকে টিএমসির প্রার্থীরা এসেছেন। কিন্তু তাদের বাধা দিয়েছে আইএসএফ ও বাম।

সংবাদ মাধ্যমের সামনেই বিধায়ক শওকত মোল্লার আক্ষেপ ঝরে পড়েছে। সব আসনে মনোনয়ন জমা নিয়ে তিনি আশঙ্কা করেছেন। জানা যাচ্ছে ক্যানিংয়ে দনীয় নির্দেশ উপেক্ষা করেই তৃ়ণমূলের দুই গোষ্ঠি পরস্পরের উপরে হামলা করছে বলে অভিযোগ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন