East Bengal: এক বছরের চুক্তিতে লাল-হলুদে আসছেন কেরালা দলের এই তারকা

গত কয়েকদিন ধরেই দল গঠনের ক্ষেত্রে একেরপর এক চমক দিয়ে আসছে ইস্টবেঙ্গল (East Bengal )। সেই ধারা বজায় রেখেই এবার নয় চমক। আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে কেরালা ব্লাস্টার্স থেকে ইস্টবেঙ্গলে আসতে চলেছেন তরুণ ডিফেন্ডার নিশু কুমার।

nishu kumar

গত কয়েকদিন ধরেই দল গঠনের ক্ষেত্রে একেরপর এক চমক দিয়ে আসছে ইস্টবেঙ্গল (East Bengal )। সেই ধারা বজায় রেখেই এবার নয় চমক। আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে কেরালা ব্লাস্টার্স থেকে ইস্টবেঙ্গলে আসতে চলেছেন তরুণ ডিফেন্ডার নিশু কুমার। তার আসার ফলে লাল-হলুদ রক্ষন যে আরো শক্তিশালী হয়ে উঠল তা কিন্তু বলাই চলে। পূর্বে নন্দকুমার শেখর ও স্প্যানিশ তারকা বোরহা হেরেরা কে সই করিয়েছিল ক্লাব। এবার সেই তালিকায় নতুন নাম নিশু কুমার। যা দেখে খুশি আপামর লাল-হলুদ জনতা।

গত ফুটবল মরশুমে কেরালা দলের হয়ে যথেষ্ট সফল ছিলেন ২৫ বছরের এই তারকা। লেফট ব্যাকের পাশাপাশি দলের হয়ে রাইট ব্যাক ও সামলাতে পারেন যথেষ্ট দক্ষতার সাথে। বছর কয়েক আগে আইএফএফ এলিট অ্যাকাডেমি থেকে উঠে আসেন এই ফুটবলার। পরবর্তীতে আইলিগ ও আইএসএলের একাধিক দলের হয়ে খেলতে দেখা যায় তাকে।

উল্লেখ্য, লাল-হলুদের বর্তমান কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে ও খেলেছিলেন অনেকটা সময়। তাই আসন্ন ফুটবল মরশুমের জন্য কুয়াদ্রাতের পুরোনো ছাত্রের উপরেই ভরসা রাখল ইমামি ম্যানেজমেন্ট। কেরালা ব্লাস্টার্সের পর এবার ইস্টবেঙ্গল জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার।

বলাবাহুল্য, গত ফুটবল মরশুম খুব একটা ভালো যায়নি কলকাতার এই প্রধানের। ক্লেটন সিলভা কিংবা নাওরেম মহেশ সিংয়ের দাপটে দল একাধিকবার গোলে এগিয়ে গেলেও ছন্নছাড়া ডিফেন্স শেষ করে দিয়েছে সমস্ত কিছু। তাই আসন্ন ফুটবল মরশুমের জন্য শক্তিশালী ডিফেন্স তৈরি করা অন্যতম লক্ষ্য ইমামি ম্যানেজমেন্টের। সেজন্য নিশু কুমার কে চূড়ান্ত করার পর এবার এশীয় কোটার বিদেশির খোঁজ চালাচ্ছে ক্লাব।