TMC: তৃণমূলে আসছেন আরও এক হেভিওয়েট! শুভেন্দুর মন্তব্যে জল্পনা

আরও দল ভারী হতে চলেছে তৃণমূলের (TMC)! শুভেন্দু অধিকারীর মন্তব্যে তেমনই জল্পনা। বিজেপি বিধায়কের দাবি, খুব শীঘ্রই ঘাস-ফুল শিবিরে নাম লেখাবেন লক্ষ্মণ শেঠ। নন্দীগ্রামে শহিদ…

suvendu adhikari

আরও দল ভারী হতে চলেছে তৃণমূলের (TMC)! শুভেন্দু অধিকারীর মন্তব্যে তেমনই জল্পনা। বিজেপি বিধায়কের দাবি, খুব শীঘ্রই ঘাস-ফুল শিবিরে নাম লেখাবেন লক্ষ্মণ শেঠ।

নন্দীগ্রামে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবসে বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। এরপরেই শুরু হয়েছে গুঞ্জন। তিনি বলেছেন, ‘নন্দীগ্রামে অত্যাচারের ঘটনায় অন্যতম নায়ক ছিলেন লক্ষ্মণ শেঠ। সেই তিনিই এবার ক’দিন পর তৃণমূলের হয়ে গলা ফাটাবেন। সেই দিনটার দিকেই আমি তাকিয়ে রয়েছি। ওকে মালা পরিয়ে বরণ করবে ঘাস-ফুল৷ আর কয়েক দিনের অপেক্ষা।’

   

তৃণমূলে যোগদন করার সম্ভাবনা আরও জোরালো করেছে প্রাক্তন বাম নেতা তথা হলদিয়ার সাংসদ নিজেও। তিনি জানিয়েছেন, ‘তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি। দলের পক্ষ থেকে এখনও কোনো বার্তা আমার কাছে আসেনি। কিন্তু এ ব্যাপারে শুভেন্দুর এতো মাথা ব্যাথা কেন? ও তো এখন বিজেপির বড় নেতা।’ স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মণ্ডল দুই নেতাকেই একযোগে বলেছেন, লক্ষ্মণ শেঠের সঙ্গে শুভেন্দুরই ‘সমঝোতা’ রয়েছে।

গত বছরের মাঝামাঝি সময় থেকেই আলোচনায় উঠে এসেছিল লক্ষ্মণ শেঠের নাম। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে এক মঞ্চে দেখাও গিয়েছিল একদা দাপুটে এই নেতাকে। কিন্তু পাকাপাকি সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেই খবর৷ বামেদের ছেড়ে এক সময় বিজেপিতে যোগ দিয়েছিলদন তিনি। সেখানেও সফল হয়নি রাজনৈতিক কেরিয়ার। ফের দলবদল। পদ্ম শিবির ছেড়ে নাম লেখান হাত শিবিরে। এবার যোগ দিতে চাইছেন তৃণমূল-কংগ্রেসে।