উত্তরের এই জেলায় তৃণমূলের ফল দেখলে মাথা ঘুরে যাবে

উনিশে ছিল শূন্য। চব্বিশে হয়েছে এক। উত্তরবঙ্গের কোচবিহার লোকসভা কেন্দ্রে জিতেছেন তৃণমূল প্রার্থী। তবে বাকি আসনে ভোটের ফল উনিশের মতোই। এরই মাঝে এক জেলায় তৃণমূলের…

উনিশে ছিল শূন্য। চব্বিশে হয়েছে এক। উত্তরবঙ্গের কোচবিহার লোকসভা কেন্দ্রে জিতেছেন তৃণমূল প্রার্থী। তবে বাকি আসনে ভোটের ফল উনিশের মতোই। এরই মাঝে এক জেলায় তৃণমূলের ফল চমকে দেওয়ার মতো।

আলোচিত জেলা মালদা। এই জেলার দুই আসনের একটিতে জিতেছে বিজেপি। অপরটিতে কংগ্রেস। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে মালদার কোনও বিধানসভা আসনে তৃণমূলের লিড নেই। কোথাও কংগ্রেস এক নম্বরে তো কোথাও বিজেপি। অনেক জায়গায় তৃতীয় হয়েছেন তৃণমূল প্রার্থীরা। রাজ্যের কোথাও এই ছবি দেখা যায়নি। বাংলাজুড়ে সবুজ ঝড়ের মাঝেই ব্যাতিক্রমী ছবি মালদায়।

   

এই জেলার দুই লোকসভা কেন্দ্রের মধ্যে মালদা উত্তরে জিতেছে বিজেপি। সাংসদ খগেন মুর্মু। আর মালদা দক্ষিণে কংগ্রেসের ইশা খান। উনিশেও এঁরাই জিতেছিলেন। এবারও তৃণমূলের হাতছাড়া মালদা। তাও আবার লজ্জার হার। এ নিয়ে জেলা নেতৃত্বের উপরে দায় ঠেলছে শীর্ষ নেতৃত্বের একাংশ। অন্যদিকে জেলা নেতাদের অনেকের দাবি, প্রার্থী নির্বাচনে ভুল হয়েছে। তাই ভোটাররা মুখ ফিরিয়েছেন।  মালদায় মোট ১২টি বিধানসভা আসন। একুশের ভোটে ৮টিতে জেতে তৃণমূল। চারটি পায় বিজেপি। এবার একটিতেও ঘাস ফুল ফোটেনি। তাই মালদা নিয়ে তৃণমূলের মন খারাপ। কোথাও আবার মব কষাকষি।