৫ দিন পরেই আকাশ কালো করে নামবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

হাতে মাত্র আর ৫ দিন, তারপরেই দেশের আবহাওয়ার আমূল বদল ঘটতে চলেছে। দেশের বহু রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল ভারতের আবহাওয়া…

হাতে মাত্র আর ৫ দিন, তারপরেই দেশের আবহাওয়ার আমূল বদল ঘটতে চলেছে। দেশের বহু রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল ভারতের আবহাওয়া বিভাগ বা আইএমডি (IMD)।

আজ শুক্রবার দুপুরে এক বুলেটিন জারি করে আইএমডি জানিয়েছে, আগামী ৫ দিন মহারাষ্ট্র এবং উপকূলীয় ও উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিন উত্তর-পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি আরও জানাচ্ছে, আগামী ৫ দিন পূর্ব ভারত, উত্তরপ্রদেশ এবং উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

   

এদিকে বিগত কিছু সময়ে ধরে তাপমাত্রার নিরিখে রোজ রোজ রেকর্ড গড়ছিল রাজস্থান। তবে এবার সেখানের জন্যেও কিছুটা সুখবর শোনালো ভারতের মৌসম ভবন। জয়পুর আইএমডি-র ডিরেক্টর রাধেশ্যাম শর্মা জানিয়েছেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম রাজস্থানের যোধপুর, বিকানের, আজমের, জয়পুর এবং ভরতপুরে হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে। এছাড়া পূর্ব রাজস্থানের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি রেকর্ড করা হবে। ৯ জুন উত্তর রাজস্থানের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কম। আগামী ৪-৫ দিন তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।’