অসিতের চুঁচুড়ায় লিড লকেটের

সাংসদ হওয়ার পরেও বিধায়ক হতে চেয়েছিলেন। কিন্তু হেরেছিলেন। তারপর সেই হেরে যাওয়া কেন্দ্র থেকেই দলকে লিড দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। ২০১৯…

সাংসদ হওয়ার পরেও বিধায়ক হতে চেয়েছিলেন। কিন্তু হেরেছিলেন। তারপর সেই হেরে যাওয়া কেন্দ্র থেকেই দলকে লিড দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

২০১৯ সালে হুগলির সাংসদ হন লকেট। একুশের বিধানসভা ভোটে ফের প্রার্থী। কিন্তু জিততে পারেননি। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে হেরে যান লকেট। জেতেন তৃণমূল প্রার্থী অসিত মজুমদার (Asit Majumdar)।

   

চব্বিশের লোকসভা ভোটে ফের হুগলির পদ্মপ্রার্থী লকেট। এবারও হেরেছেন। তবে ভোটের ফলে চাঞ্চল্যকর তথ্য। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে লকেটের লিড। তিন বছর আগে এই কেন্দ্র থেকেই তাঁকে হারতে হয়েছিল। এবার চুঁচুড়ায় লকেটের প্রাপ্ত ভোট ১ লক্ষ ১২ হাজার ৭৬০। আর তৃণমূলের রচনা পেয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৪৯৬ ভোট। ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি।

হুগলির চুঁচুড়া ছাড়াও সপ্তগ্রাম এবং বলাগড়ে এগিয়ে বিজেপি। তবে চুঁচুড়ায় লকেটের এগিয়ে থাকাটা তাৎপর্যপূর্ণ। কারণ বিধানসভা ভোটে তৃণমূলের অসিত মজুমদারের কাছে তাঁকে হারতে হয়েছিল। তারপর বারবার দন্দ্বে জড়িয়েছেন লকেট-অসিত। এবার ভোট গণনার পর অসিত মজুমদারের উচ্ছ্বাস দেখা গিয়েছে। গণনার সময় কর্মীদের নিয়ে আবির খেলেছেন। তবে নিজের কেন্দ্রে তৃণমূল প্রার্থীর পিছিয়ে থাকা নিয়ে কিছু বলেননি। রবিবার তিনি ফেসবুক লাইভে ভোট সম্পর্কে নিজের মন্তব্য জানাবেন। এ নিয়ে সোশাল মিডিয়ায় প্রচারও শুরু করেছেন। আশা করা হচ্ছে, চুঁচুড়ায় দলের পিছিয়ে থাকা নিয়ে মুখ খুলবেন অসিত মজুমদার।