Malda: মালদায় পঞ্চায়েত বোর্ড গঠনের আগে মুখোমুখি তৃণমূল-বাম

মালদার হরিশ্চন্দ্রপুর ও মহেন্দ্রপুর দুই গ্রাম পঞ্চায়েতের আজ বোর্ড গঠন। সেই বোর্ড গঠন ঘিরে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। গোটা গ্রামে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। কার দখলে যাবে দুই গ্রাম পঞ্চায়েত তার দিকেই নজর রয়েছে সকলের।

উল্লেখ্য, বোর্ড গঠনের প্রাক্কালে মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বোর্ড গঠনের জন্য মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করলেন বাম কংগ্রেস জোটের প্রার্থীরা। ফলাফলের অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে রয়েছেন উদ্বিগ্ন জনতা।

   

২০ আসন বিশিষ্ট মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃনমূল পেয়েছে ৯ টি, সিপিআইএম পেয়েছে ৫ টি,কংগ্রেস পেয়েছে ৫ টি ও নির্দল পেয়েছে ১ টি আসন। বাম কংগ্রেস জোটকে সমর্থন করেছে নির্দল।

অপরদিকে, ৩০ আসন বিশিষ্ট হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃনমূল পেয়েছে ১২ টি, বিজেপি ও সিপিআইএম পেয়েছে ৪ টি আসন,কংগ্রেস পেয়েছে ৭ টি ও নির্দল পেয়েছে ১ টি আসন। বাম কংগ্রেস জোটকে সমর্থন করেছে বিজেপি ও নির্দল।

চলতি মাসের ১২ ই আগস্ট ছিল হরিশ্চন্দ্রপুর ও মহেন্দ্রপুর দুই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া। প্রশাসনের তরফে পুলিশ ফোর্সের অভাব দেখিয়ে স্থগিত করে দেওয়া হয় সেই বোর্ড গঠনের প্রক্রিয়া। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে এলাকায়‌।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন