Durand Cup: অশনি সংকেত দেখছে ISL ক্লাব

প্রত্যাশা মতো হচ্ছে না পারফরম্যান্স। সিনিয়র দল নামিয়েও এখনও জয়ের দেখা নেই Durand Cup-এ। সমস্যার মধ্যে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব। ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ফুটবল ক্লাবের সমর্থকরা।

Kerala Blasters

প্রত্যাশা মতো হচ্ছে না পারফরম্যান্স। সিনিয়র দল নামিয়েও এখনও জয়ের দেখা নেই Durand Cup-এ। সমস্যার মধ্যে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব। ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ফুটবল ক্লাবের সমর্থকরা।

Durand Cup-এর শুরু থেকে শক্তিশালী দল নামিয়েছে কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাব। স্কোয়াডে থাকা নামী বিদেশি, ভারতীয় ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে নামানো হয়েছে মাঠে। কিন্তু এখনও জয়ের দেখা নেই। গোল করলেও ডিফেন্সে থেকে যাচ্ছে বিস্তর গলদ। যার ফলে কখন পরাজয়, কখনও ড্র। দলের খেলা কবে দানা বাঁধবে সে ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন ক্লাবের সমর্থকদের একাংশ।

Durand Cup-এর প্রথম ম্যাচে Gokulam Kerala ফুটবল ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমেছিল Kerala Blasters। সাত গোল হয়েছিল দক্ষিণী ভারতের এই ডার্বি ম্যাচে। ফলাফল গিয়েছিল Gokulam Kerala’র পক্ষে। ৪-৩ গোল হেরেছে কেরালা ব্লাস্টার্স। এরপরের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের।

শুক্রবার বেঙ্গালুরু এফসির বি টিমের বিরুদ্ধে মাঠে নেমেছিল Kerala Blasters প্রথম সারির একাদশ। তাতেও জয় আসেনি। ম্যাচ শেষ হয়েছে ২-২ স্কোরলাইনে। খাতায় কলমে পিছিয়ে থাকা একাদশের বিরুদ্ধেও দল কেন জয় পাচ্ছে না? উঠতে শুরু করেছে প্রশ্ন। ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকে একাধিক তারকা ফুটবলারকে বিদায় জানিয়েছে ক্লাব। তুলনায় দল এখনও তৈরি হয়নি। উইন্ডো আরও কয়েক দিন খোলা থাকবে। বদলাবে কি পরিস্থিতি? সুদিনের আশায় দিন গুনছেন Blasters সমর্থকরা।