IPL 2022 : ‘দোষ ঢাকতে’ নিজের দলের ক্রিকেটারদের গালিগালাজ করলেন হার্দিক

IPL 2022 : প্রশ্নের মুখে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) আচরণ। সোমবারের ম্যাচে (Gujarat Titans vs Sunrisers Hyderabad) একাধিকবার মেজাজ হারিয়েছেন তিনি। গালিগালাজ করেছেন নিজের দলের…

IPL 2022 : প্রশ্নের মুখে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) আচরণ। সোমবারের ম্যাচে (Gujarat Titans vs Sunrisers Hyderabad) একাধিকবার মেজাজ হারিয়েছেন তিনি। গালিগালাজ করেছেন নিজের দলের ক্রিকেটারদের। গুজরাট টাইটানস দলের সমর্থকরা মেনে নিতে পারছেন না অধিনায়কের এই শরীরীভাষা।

সোমবার গুজরাট টাইটানসের ম্যাচ ছিল সানরাইজজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। লড়াই করেও হেরে গিয়েছে গুজরাটের ফ্র্যাঞ্চাইজি দলটি। হার্দিক পান্ডিয়া করেছিলেন অর্ধশতরান। ৪২ বলে অপরাজিত ৫০ করেছিলেন তিনি। নির্ধারিত কুড়ি ওভারে দলের স্কোর ১৬২/৭।

খেলায় হার জিত থাকেই। ক্রীড়া প্রেমীরা সেটা জানেন। প্রিয় দল হারলেও মাথা পেতে মেনে নেন পরাজয়। গুজরাটের সমর্থকরাও হয়তো মেনে নিয়েছিলেন। বিতর্কের জন্ম দিলেন হার্দিক। অন্তত দুটি ক্ষেত্রে স্পষ্টতই মেজাজ হারিয়েছিলেন তিনি।

মহম্মদ শামিকেও কটূ-কথা শুনতে হয়েছে বলে মনে করা হচ্ছে। একটি ক্ষেত্রে তিনি ক্যাচ নিতে গড়িময়সী করেছিলেন মনে পান্ডিয়ার ধারণা। তাই নিজের দলের স্পিড স্টারকে মাঠেই কথা শোনাতে দু’বার ভাবেননি ক্যাপ্টেন। অন্য একটি ঘটনায় হার্দিকের শব্দবানের শিকার ভারতীয় উদীয়মান ক্রিকেটার সাই সুদর্শন। হার্দিকের মনে হয়েছিল সুদর্শনের গাফিলতির জন্য এক রান অতিরিক্ত নিয়ে ফেলেছেন হায়দরাবাদের ব্যাটসম্যানরা। তাই তাঁকেও ‘দাওয়াই’।

যদিও ক্রিকেট প্রেমীদের একাংশের মতে গুজরাটের হারের কারণ হার্দিক নিজেই। ব্যক্তিগতভাবে তিনি পঞ্চাশ রান করলেও তাঁর ইনিংস ছিল না কুড়ি-বিশের ক্রিকেট সুলভ। স্ট্রাইক রেট ১১৯ এর থেকে একটু বেশি। পান্ডিয়ার মন্থর ব্যাটিংয়ের জন্য দল বড় স্কোর খাড়া করতে পারেননি বলে অনুমান একাংশের।