Jammu Kashmir: ফের এনকাউন্টার শুরু, সেনার গুলিতে নিকেশ একাধিক জঙ্গি

ফের একবার অশান্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। সেনা সূত্রে খবর, এদিন জঙ্গি ও সেনার মধ্যে রুদ্ধশ্বাস এনকাউন্টার শুরু হয় কুলগামে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই…

ফের একবার অশান্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। সেনা সূত্রে খবর, এদিন জঙ্গি ও সেনার মধ্যে রুদ্ধশ্বাস এনকাউন্টার শুরু হয় কুলগামে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এই এনকাউন্টারে ইতিমধ্যে ২ জঙ্গি নিকেশ হয়েছে। যদিও অপারেশন চলছে। সোমবার মধ্যরাত থেকে কুলগাম জেলার খুরবাতপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার হয় নিরাপত্তা বাহিনীর। এদিকে দুই পুলিশ কর্মীও আহত হন। জম্মু ও কাশ্মীর পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমারকে উদ্ধৃত করে জানিয়েছে যে একজন পাকিস্তানি জঙ্গি (চাচা কোডের নাম) এবং একটি হাইব্রিড জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছেন দুই পুলিশকর্মীও। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এনকাউন্টার চলছে।’

জানা গিয়েছে, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ সহ দক্ষিণ কাশ্মীরের কুলগামের খুরবাতপুরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায় জঙ্গিরা। ওই অফিসার জানান, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করলে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। নিরাপত্তা বাহিনী যেখানে সন্ত্রাসীরা লুকিয়ে ছিল সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তারা ভারী গোলাগুলির শিকার হয়, যার ফলে এনকাউন্টার হয়।