হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগে বেলাইন দুই চিরপ্রতিদ্বন্দ্বী

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ২৯ জানুয়ারি, শনিবার ফতোর্দার PJN স্টেডিয়ামে। এমন আবহে ISL টুর্নামেন্টে গত রবিবার ATK মোহনবাগান (Mohun…

east bengal mohunbagan

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ২৯ জানুয়ারি, শনিবার ফতোর্দার PJN স্টেডিয়ামে। এমন আবহে ISL টুর্নামেন্টে গত রবিবার ATK মোহনবাগান (Mohun Bagan)ওডিশা এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। আর সোমবার হায়দরাবাদ এফসি’র কাছে ০-৪ গোলে হেরেছে এসসি ইস্টবেঙ্গল (East Bengal)।  কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গল কেউই ডার্বি ম্যাচের আগে জয় পায়নি।উল্টে উইনিং ট্র‍্যাক থেকে ছিটকে গিয়ে বেলাইন আর্চরাইভালরা। 

তবে ডার্বি ম্যাচের টেম্পারমেন্ট সম্পূর্ণ আলাদা।ডার্বি ম্যাচে খেলা চলাকালীন যে দল ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখতে পারে জয় তাদেরই। পেন্ডুলামের মতোই ডার্বি ম্যাচ ৫০-৫০ এর লড়াই দুই চিরপ্রতিদ্বন্দ্বী টিমের কাছে। এককথায় এই লড়াইটা মাঠের ভিতর ম্যাচ চলাকালীন যতটা বেশি, মাঠের বাইরে মনস্তাত্ত্বিক লড়াইটা অনেকটাই বেশি। যে টিম এই চাপ ধরে রেখে ডার্বি ম্যাচের দিন পারফর্ম করবে তারাই ‘কেল্লা ফতেহ’ করতে পারবে।

গত ISL মরসুমের দুই ডার্বি ম্যাচ এবং চলতি সেশনের প্রথম ডার্বি ম্যাচের রঙ যে সবুজ মেরুন। তাই হাইভোল্টেজ ডার্বি ম্যাচের রঙ লাল হলুদ করার তাগিদ অনেকটাই বেশি থাকবে এসসি ইস্টবেঙ্গলের কাছে।

mohunbagan

ATK মোহনবাগানের তিন ম্যাচ করোনা ভাইরাস সংক্রমণের জেরে স্থগিত হয়েছে, এর মধ্যে একটি ম্যাচ গত রবিবার ISL টুর্নামেন্ট যৌথ আয়োজক প্রতিষ্ঠান AIFF-FSDL পুন:নির্ধারিত করেছিল। মেরিনার্সদের জয়ের উইনিং ট্র‍্যাকে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ ছিল ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে। ওই চ্যালেঞ্জ পূরণে সবুজ মেরুন ব্রিগেডের হেডস্যার হুয়ান ফেরান্দো ব্যর্থ, গোলশূন্য ড্র করাতে ‘দ্য কলিঙ্গ ওয়ারির্সদের বিরুদ্ধে।

অন্যদিকে, সোমবার নিজামর্স’দের বিরুদ্ধে মারিও রিভেরার চ্যালেঞ্জ বুমেরাং হয়ে ফিরে এসেছে। হায়দরাবাদ এফসি ০-৪ গোলে এসসি ইস্টবেঙ্গলকে হেলায় হারিয়ে এখন লীগ টপার।এফসি গোয়া ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে স্প্যানিয়ার্ড জাদুকর মারিও রিভেরা বলেছিলেন, “আমার প্রথম চ্যালেঞ্জ হবে দলের মেজাজ বদলানো।” দলের খেলোয়াড়দের মেজাজের বদল হয়েছিল গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশের জোড়া গোলে সেশনের প্রথম জয় পেয়ে। যা নিয়ে হাপিত্যেশ করে বসেছিল ক্লাবের সভ্য থেকে অগণিত সমর্থকরা।ব্যস ওই পর্যন্তই।

পরের ম্যাচ সোমবারে মানোলো মার্কেজের হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে নিজের ছোড়াছুঁড়ি করা চ্যালেঞ্জ বুমেরাং হয়ে ফিরে এল লাল-হলুদ জনতার “The real Magician” হেডকোচ মারিও রিভেরার কাছে। চ্যালেঞ্জ ছুঁড়ে জয় ছিনিয়ে এনেছিলেন এসসি ইস্টবেঙ্গল হেডস্যার রিভেরা নিজের প্রথম এনকাউন্টার এফসি গোয়ার বিরুদ্ধে। কিন্তু নিজামর্সদের বিরুদ্ধে ১৩ তম ম্যাচেই মারিও রিভেরার ওই চ্যালেঞ্জই “এপাশ ওপাশ ধপাস।”
সব মিলিয়ে, চলতি ইন্ডিয়ান সুপার লীগের(ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের ঢাকে কাঠি পড়ে গেল।