Abhishek Banerjee: সড়কপথে অভিষেকের কেশপুর যাত্রায় ঘুম উড়েছে তৃণ-নেতাদের

Abhishek Banerjee

শনিবার কেশপুরে (Keshpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্য রাজনীতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান কেশপুর। কারণ, এখান থেকেই বামেদের শেষপুরের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ক্ষমতার বদল হয়ে দলের সাংগঠনিক ব্যাটন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। তাই তাঁর সভা নিয়ে কর্মীদের মধ্যে উন্মাদনা যেমন রয়েছে, তেমন চোখেমুখে রয়েছে আতঙ্কের ছাপ।

কারণ, প্রথমে ঠিক হয়েছিল আকাশপথে যাবেন অভিষেক। তার জন্য তৈরি হয়েছিল হেলিপ্যাড। কিন্তু পরবর্তীকালে ঠিক হয় সড়কপথে যাবেন তিনি৷ বিশেষ করে যে পথ দিয়ে অভিষেক যাবেন, সেই পথের আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে, সেখানকার নেতাদের মধ্যে এই আতঙ্ক দেখা গেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে বিন্দুমাত্র অভিযোগ ওঠা মাত্র কড়া পদক্ষেপ নিতে পারেন তিনি৷ এমনকি, পদ অবধি যেতে পারে।

   

হলদিয়া, কাঁথির পর কেশপুরে অভিষেকের জনসভা। স্বাভাবিকভাবেই মেদিনীপুরকে বিশেষ গুরুত্ব দিতে চান একথা আখেরে বুঝিয়ে দিচ্ছেন তিনি। তার ওপর ঘাটাল, কেশপুরে গত কয়েক বছরে তৃণমূলের অন্দরে যে কোন্দল দেখা দিয়েছে, তা নিয়ে চিন্তায় শীর্ষ নেতৃত্ব। এখন দলের রাশ ধরতে ময়দানে নেমেছেন৷ এর আগে পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন। এখন নির্বাচনের মুখে অভিষেকের সিদ্ধান্তের জেরে টিকিট পাওয়া প্রশ্নাতীত হতে পারে।

নীচুতলার কর্মীদের মধ্যে এই ধরনের আতঙ্ক দেখা দিলেও দলের কর্মীদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিতে বিন্দুমাত্র বিচলিত হচ্ছেন না অভিষেক। তার কথায়, মানুষের আশীর্বাদ রয়েছে বলেই তাঁরা ক্ষোভ প্রকাশ করছে। কিন্তু অভিষেকের এই পদক্ষেপ দলের জন্য শিয়রে সংক্রান্তি হয়ে দাঁড়াবে না তো?

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন