ISL: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয় কামনা করছেন সবুজ-মেরুন সমর্থকরা

আগামী ৫ ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পরবর্তী ম‍্যাচে খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তার আগেই একটি দুঃসংবাদ আসার জোড়ালো সম্ভাবনা সবুজ মেরুন শিবিরে

East Bengal football team celebrating a goal

আগামী ৫ ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পরবর্তী ম‍্যাচে খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তার আগেই একটি দুঃসংবাদ আসার জোড়ালো সম্ভাবনা সবুজ মেরুন শিবিরে। আজ, শুক্রবার ইস্টবেঙ্গল (East Bengal) খেলতে নামবে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে।

ইস্টবেঙ্গলের এইমুহুর্তে যা পারফরম্যান্স তাতে খুব একটা অঘটন না ঘটলে কেরালা ব্লাস্টার্সের আজ যুবভারতীতে আয়োজিত ম‍্যাচে জয় পেতে খুব বিশেষ একটা বেগ পাওয়ার কথা নয়। আর যদি ইস্টবেঙ্গল জেতে, তাহলে এটিকে মোহনবাগানের সমর্থকদের মুখে ফুটতে পারে চওড়া হাসি।

শুক্রবার কেরালা ব্লাস্টার্স এফসি যদি ইস্টবেঙ্গল কে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিতে পারে, তাহলে ১৬ ম‍্যাচ থেকে কেরালা ব্লাস্টার্স এফসির পয়েন্ট সংখ্যা হয়ে দাড়াবে ৩১। যদি এটিকে মোহনবাগান দল পরের ম‍্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দেয় তাহলে এটিকে মোহনবাগানের পয়েন্ট সংখ্যা হয়ে দাড়াবে ৩০৷ এক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের সাথে এক পয়েন্টের ফারাক থাকবে এটিকে মোহনবাগানের। যদি কোনো ক্রমে বেঙ্গালুরু এফসির সাথে ড্র অথবা হেরে বসে এটিকে মোহনবাগান৷

তাহলে কেরালা ব্লাস্টার্সের সাথে তাদের পয়েন্ট পার্থক্যের ব‍্যবধান বাড়বে অনেক খানি। এর ফলে পয়েন্ট টেবিলে এক এবং দুই নম্বরের পাশাপাশি তিন নম্বর স্থানটিও হারাতে হতে পারে এটিকে মোহনবাগান দলকে। তাই বেঙ্গালুরু এফসি ম‍্যাচে জিতে যদি লিগ টেবিলে কেরালা ব্লাস্টার্স এফসিকে টপকাতে হয়,তাহলে আজ সকল সবুজ সমর্থকদের ইস্টবেঙ্গলের জয় প্রার্থনা করতে হবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। আজ ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সকে হারাতে পারলে ১৬ ম‍্যাচে ২৮ পয়েন্ট থাকবে কেরালার, অন‍্যদিকে বেঙ্গালুরু এফসিকে এটিকে মোহনবাগান হারালে ১৬ ম‍্যাচে ৩০ পয়েন্ট নিয়ে কেরালা ব্লাস্টার্সকে টপকে যেতে পারে সবুজ-মেরুন শিবির।