প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে

আবারও রাজনৈতিক জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রবিবার মুম্বইতে তাঁর জীবনাবসান ঘটেছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।

তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের সিনিয়র সহকর্মী, দলের নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী সাধন পান্ডে আজ সকালে মুম্বাইয়ে মারা গেছেন। দীর্ঘদিন ধরে চমৎকার সম্পর্ক ছিল। দলের এই ক্ষতিতে গভীরভাবে ব্যথিত। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

   

 

 

 

একুশের নির্বাচনে বিজেপি-র কল্যাণ চৌবেকে হারান ২০,২৩৮ ভোটে। গত ১০ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় শপথ নেওয়ার পর জোড়া দফতরের দায়িত্ব পান। এরপর জুলাই মাসের মাঝামাঝি ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাধন। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত মন্ত্রীকে ১৬ জুলাই রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তিনি অনেকটাই সংজ্ঞাহীন। কয়েক দিন ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। সেপ্টেম্বরে মুম্বইয়ের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই রবিবার মৃত্যু হল তাঁর। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন