East Bengal: এপ্রিলেই নতুন ইনভেস্টর পেতে পারে লাল-হলুদ, আসতে পারেন উয়েফা লাইসেন্সধারী কোচ

নতুন মরশুম শুরু হওয়ার আগে শিরোনামে ইস্টবেঙ্গল (East Bengal)। নিত্যনতুন জল্পনায় সরগরম দল গোছানোর হওয়া। শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলে আসতে পারেন উয়েফা প্রো লাইন্সেন্স প্রাপ্ত কোচ। …

SC East Bengal

নতুন মরশুম শুরু হওয়ার আগে শিরোনামে ইস্টবেঙ্গল (East Bengal)। নিত্যনতুন জল্পনায় সরগরম দল গোছানোর হওয়া। শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলে আসতে পারেন উয়েফা প্রো লাইন্সেন্স প্রাপ্ত কোচ। 

সূত্রের খবর, আগামী মরশুমে ইস্টবেঙ্গল দলের লাগাম ধরতে পারেন হেভিওয়েট কোনো কোচ। উয়েফা প্রো লাইসেন্স প্রাপ্ত কাউকে বেছে নিতে পারেন কর্তারা। ইতিমধ্যে কোচেদের নাম করে খসড়া তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: ISL: “জয়ের লক্ষ্যে টিম মুম্বই’র বিরুদ্ধে ঝাঁপাবে”:মারিও রিভেরা

আরও খবর, এপ্রিলেই হয়তো নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করতে পরে ক্লাব। ওই মাসেই বিদায় নিতে পারে শ্রী সিমেন্ট। মাসের মাঝামাঝি সময়ে বিনিয়োগকারী নতুন সংস্থার নাম ঘোষণা করা হতে পারে বলে জল্পনা। বাছাই করা কোচদের নাম তুলে দেওয়া হতে পারে নতুন ইনভেস্টরের হতে। 

শ্রী সিমেন্টের বিদায় নিশ্চিত এমনটা ধরে নিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকে। কলকাতা ময়দানেও ধ্বনিত হচ্ছে বাঙ্গুরদের বিদায় বাণী। তবে এখনই চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। ক্লাবের পক্ষ থেকে সরকারীভাবে না বলা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গতি নেই। ক্লাবের নতুন ইনভেস্টর হিসেবে ভেসে উঠেছে আদানি, টাটা গোষ্ঠীর মতো নামকরা কোম্পানির নাম। ভালো মানের ফুটবলার দলে নেওয়া হবে, ক্লাবের অন্দরে কান পাতলেন এমনটাও শোনা যাচ্ছে।