‘বীর’-ভূমি বোমা: মমতার বৈঠকের আগে ‘বিস্ফোরক’ কেষ্টা-বিরোধী কাজল শেখ

পঞ্চায়েত নির্বাচনের আগে শুক্রবার জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের আগে বীরভূম নিয়ে নিজেই তদারকি করতে চান তৃণমূল (TMC) সুপ্রিমো

TMC Leader Kajal Sheikh

পঞ্চায়েত নির্বাচনের আগে শুক্রবার জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের আগে বীরভূম নিয়ে নিজেই তদারকি করতে চান তৃণমূল (TMC) সুপ্রিমো। কিন্তু তার আগে কোর কমিটির সদস্য কাজল শেখের বিস্ফোরক বয়ানে আবারও প্রশ্নের মুখে শাসক দল।

তাঁর অভিযোগ, দল থেকে যারা এতদিন ধরে লুটেপুটে খেয়েছে, তাঁদেরকে দল থেকে শুধুমাত্র নয়, বীরভূম থেকেও বাদ দেবেন৷ এই বার্তা কাদের উদ্দেশ্যে দিতে চাইলেন কাজল? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ঘনাতে শুরু করেছে।

উল্লেখ্য, বীরভূমের পর দল নিয়ে বড়সড় সিদ্ধান্তে উপনীত হতেই আজ বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্লক ভিত্তিক সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করে কোথায় কী দরকার? কখন কোথায় বৈঠক ডাকা হবে? সবটা ঠিক করে দেবেন তিনি। ইতিমধ্যেই নীচুতলা থেকে রিপোর্ট গ্রহণ করা হয়েছে। আগামী দিনে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মনে করা হচ্ছে, জেলা সভাপতি নিয়ে বড় সিদ্ধান্ত নেবেন তিনি। কিন্তু তার আগে কোর কমিটির সদস্য কাজল শেখের মুখে এই বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

যদিও কাজল শেখের মুখে এই ধরনের মন্তব্য নতুন কিছু নয়। এর আগে একাধিকবার দলের আত্মসমালোচনা করে বিড়ম্বনায় ফেলেছেন নানুরের তৃণমূল নেতা। তার পরে আলাদা করে ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকের পর তাঁকে নিয়ে একাধিক জোরালো জল্পনা শুরু হয়েছিল। এখন আবার সেই কাজলের মুখে এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।