Birbhum: অনুব্রতর দেহরক্ষী সায়গলকে খতমের চেষ্টা? গোরু পাচার রহস্য ঘনাচ্ছে

রহস্য ঘনাচ্ছে। গোরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস বীরভূম (Birbhum) জেলা সভাপতির দেহরক্ষী সায়গল হোসেনের গাড়ি কি পরিকল্পিত দুর্ঘটনা নাকি নিছক দুর্ঘটনা সেটা নিয়েই প্রশ্ন। অসমর্থিত…

রহস্য ঘনাচ্ছে। গোরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস বীরভূম (Birbhum) জেলা সভাপতির দেহরক্ষী সায়গল হোসেনের গাড়ি কি পরিকল্পিত দুর্ঘটনা নাকি নিছক দুর্ঘটনা সেটা নিয়েই প্রশ্ন। অসমর্থিত সূত্রে খবর, ইলামবাজারের কাছে দুমড়ে মুচড়ে যাওয়া সেই গাড়িতে মিলেছে দশ লক্ষ টাকা।

এখানেই সন্দেহ, এত টাকা নিয়ে মঙ্গলবার রাতে কেন ফিরছিলেন অনুব্রত মণ্ডলের দেহররক্ষী সায়গল? তাকে খুনের ছক করা হয়েছিল? বীরভূম সহ রাজ্য সরগরম। এদিকে অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলায় সিবিআই জেরার ডাক পেয়ে অসুস্থ হন। আপাতত তিনি কলকাতার চিনার পার্ক ফ্ল্যাটে আছেন। সিবিআই জেরার মুখোমুখি হতে নিজাম প্যালেসে যাবেন না বলেই জানান। তবে চাইলে সিবিআই তার ফ্ল্যাটে আসতে পারে বলেও জানান।

অনুব্রত মণ্ডলের দেহরক্ষীরা গোরু পাচার মামলায় গুরুত্বপূর্ণ সূত্র এমনই মনে করছে সিবিআই। একপ্রস্থ জেরা হয়েছে। এর পরেই অনুব্রত মণ্ডলকে জেরা করতে মরিয়া হয়ে উঠেছে সিবিআই।

বিরোধী দল বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসের দাবি গোরু পাচার মামলায় সিবিআই জেরা এড়ানো টিএমসি বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল নিজেকে অসুস্থ বলে দাবি করে জেরা এড়াচ্ছেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন জেলে থাকলে অনুব্রত প্রাণে বাঁচবেন। তাঁক সরানোর ছক চলছে। এই বিতর্কের মাঝে অনুুব্রতর দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনায় রহস্য জমাট।

মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে পথ দুর্ঘটনার আহত হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর চালক। ওই ঘটনায় এক শিশু সহ দুজনের মৃত্যু হয়েছে। মৃত শিশু অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেনের কন্যা।

জানা গিয়েছে, অনুব্রতর দেহরক্ষী সায়গল মঙ্গলবার রাতে দুর্গাপুর থেকে গাড়িতে সপরিবার বাড়ি ফিরছিলেন। বীরভূমের ইলামবাজার থানা এলাকায় দুর্ঘটনা ঘটে। মারা যায় সায়গলের ছবছরের কন্যা। আহত বেশ কয়েকজন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে প্রায় ১০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতের ওই দুর্ঘটনায় সায়গলের কন্যার সঙ্গেই মাধব নামে মধ্যচল্লিশের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত গাড়ির চালক।

মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে দু’টি গাড়িতে করে কন্যা সহ কয়েকজনের সঙ্গে বীরভূমে ফিরছিলেন সায়গল। বীরভূমের ইলামবাজারের চৌপাহাড়ি জঙ্গল এলাকায় তাদের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারে। তবে পিছনের গাড়িতে থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় অনুব্রতর দেহরক্ষী সায়গল।