আইসিডিএস কর্মী রেবা বিশ্বাসের মৃত্যুর জন্য দায়ী তৃণমূল, শাস্তির দাবি সিপিএমের

গত সোমবার স্বরূপনগর ব্লকের আইসিডিএস কর্মী রেবা বিশ্বাস (Reba biswas) আত্মঘাতী হয়েছেন, তার আগে আবাস যোজনার সমীক্ষা করছিলেন তিনি। এরপরেই তার আত্মহত্যার খবর মেলে। এর…

ICDS worker Reba Biswas

গত সোমবার স্বরূপনগর ব্লকের আইসিডিএস কর্মী রেবা বিশ্বাস (Reba biswas) আত্মঘাতী হয়েছেন, তার আগে আবাস যোজনার সমীক্ষা করছিলেন তিনি। এরপরেই তার আত্মহত্যার খবর মেলে। এর জন্য দায়ী তৃণমূলের ক্রমাগত হুমকি। এটাই দাবি বামেদের।

বামেরা বলছে, “ক্রমাগত তৃণমূলীরা তাকে কাঁচা বাড়ি পাকা বা পাকা বাড়ি কাঁচা দেখানোর জন্য হুমকি দিতে থাকে। সাহসে ভর করে তবুও সততার সাথে তিনি সমীক্ষা চালাচ্ছিলেন কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও প্রশাসনিক মহলের একাংশের ক্রমাগত অমানবিক চাপে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন ও আত্মহত্যা করেন যা একপ্রকার খুনেরই নামান্তর।”

তাঁদের দাবি, “এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির (AIDWA)রাজ্য সভাপতি জাহানারা খান ও রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ। তারা বলেছেন সমীক্ষা করানোর প্রশ্নে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা দরকার এ কথা আমরা আগেই বারবার বলেছিলাম আমাদের আশংকা যে সত্য তা রেবা বিশ্বাসের মর্মান্তিক মৃত্যু র মধ্যে দিয়ে প্রমানিত হল। কিন্তু যথারীতি সরকার আমাদের বা আই. সি. ডি. এস এর নেতৃত্বের কথায় কর্ণপাত করেনি বরং প্রশাসনের বড় অংশ তৃণমূলী মাতব্বরদের সাথে মিলেমিশে একাকার হয়ে এলাকায় দখলদারি, তোলাবাজি বজায় রাখার জন্য আবাস যোজনার কাজে যুক্তদের হুমকি প্রদর্শন করছে।”

তাঁরা স্পষ্ট জানাচ্ছেন, “এই ঘটনা পুলিশ প্রশাসন জানে না আমরা বিশ্বাস করি না। তারা বলেছেন অবিলম্বে প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করে রেবা বিশ্বাসকে যারা যারা হুমকি প্রদর্শন করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আবাস যোজনার সমীক্ষার সাথে যুক্ত সকল কর্মীকে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত ভাতা দিতে হবে। একই সাথে তারা মানুষের কাছে এই লুটেরা রাজের প্রতিরোধ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।”