Anubrata Mondal: কাকা অনুব্রতর ‘ভাইপো’-বিজেপি নেতা সুমিতের চাকরি বিতর্ক

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অনুব্রত (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল সহ আরও পাঁচ জনের৷ সেই তালিকায় অনুব্রত ঘনিষ্ঠদের নাম দেখে চমকে যাওয়ার মতো কিছু না…

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অনুব্রত (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল সহ আরও পাঁচ জনের৷ সেই তালিকায় অনুব্রত ঘনিষ্ঠদের নাম দেখে চমকে যাওয়ার মতো কিছু না হলেও এক বিজেপি নেতার নাম জড়াতেই নজর কেড়েছে রাজনৈতক মহলের৷

জানা গিয়েছে, সুকন্যার সঙ্গে তালিকায় নাম থাকা সুমিত মণ্ডল যিনি অনুব্রত মণ্ডলের ভাইপো নামে পরিচিত, তাঁর নিয়োগেও দুর্নীতি নজরে এসেছে। রাজনৈতিক পরিচয়ে তিনি বিজেপির যুব মোর্চার সম্পাদক। তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডল এবং বিজেপির সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সঙ্গে একাধিক ছবিতে দেখা গেছে।

অভিযোগ, টেট পাস না করে টাকা ও পদের বিনিময়ে চাকরি হয়েছে সুমিতের। সেইসঙ্গে রয়েছে অর্ক দত্ত, সাত্যকী মণ্ডল, কস্তুরি চৌধুরী এবং সুজিত বাগদিদের নাম৷ বুধবার আদালতে তাঁদের নিয়োগ সম্পর্কে হলফনাম জমা পড়ে। সুকন্যার সঙ্গে বাকি সকলকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে সুমিত জানান, পুরো বিষয়টি ষড়যন্ত্র।

অভিযোগ, ২০১২ সাল থেকে স্থানীয় প্রাইমারি স্কুলে চাকরি করতেন সুকন্যা। তাঁর নিয়োগ নিয়ে অভিযোগ তুলে আদালতে হলফনামা জমা পড়েছে বুধবার। সেখানে বলা হয়েছে ছয় জনেই আবেদন না করেই চাকরি পেয়েছেন। যদিও অনুব্রত মণ্ডলের ভাইপো সুমিত মণ্ডল জানিয়েছেন, পাশ না করেই চাকরি পাওয়ার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, তা সম্পূর্ণ মিথ্যা। তাঁর কাছে ওই পরীক্ষায় পাশ করার শংসাপত্র রয়েছে বলেই দাবি করেন তিনি।

সুমিতের বক্তব্য, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। এই সমস্ত গুজব রটিয়ে তাঁর ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে। হাতে নোটিশ পেলে আইনি ভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে মামলা বিচারাধীন বলে অভিযোগ গ্রহণ করা হয়নি।