Bengal SSC Scam: নিয়োগ দুর্নীতির টাকা কুন্তলের মাধ্যমে ত্রিপুরায় ব্যবহার করেছে তৃণমূল!

নিয়োগ দুর্নীতির (Bengal SSC Scam) বিপুল টাকা ভিন রাজ্যে পাচার করেছে কুন্তল। সংবাদমাধ্যমের কাছে একথা জানিয়েছিল হুগলী আরও এক সদ্য প্রাক্তন তৃণমূল (TMC) নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সবুজ সঙ্গী সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরায় মমতা-অভিষেককে স্বাগত জানানোর পোস্টার

নিয়োগ দুর্নীতির (Bengal SSC Scam) বিপুল টাকা ভিন রাজ্যে পাচার করেছে কুন্তল। সংবাদমাধ্যমের কাছে একথা জানিয়েছিল হুগলী আরও এক সদ্য প্রাক্তন তৃণমূল (TMC) নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তারপরেই ইডির হাতে উঠে এল বিস্ফোরক তথ্য। জানা গেছে, নিয়োগ দুর্নীতির টাকা গোয়া ও ত্রিপুরায় (Tripura) বিভিন্ন ব্যবসার কাজে ব্যবহার করত কুন্তল৷ একইসঙ্গে দলের কাজেও সেই টাকা ব্যবহার করা হত বলে জানা গেছে।

সূত্রের খবর, ২০২১ সালে পশ্চিমবঙ্গ জয়ের পর ত্রিপুরার দিকে পা বাড়িয়েছিল তৃণমূল। তারপরেই সবুজ সঙ্গী নামক একটি সংস্থা খুলেছিল কুন্তল। ত্রিপুরায় দলের কাজে সেই টাকা ব্যবহার করেছিল সদ্য বহিষ্কৃত তৃণমূলের যুব নেতা৷ সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য ত্রিপুরায় ১০০ টি ব্যানারের টাকা গিয়েছিল এই সংস্থার মাধ্যমেই।

এর আগে যুব তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন কুন্তল। ত্রিপুরায় রাজনৈতিক প্রচারে বহুবার দেখা গেছে কুন্তলকে৷ নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ ওঠার পরেই দল থেকে কুন্তলকে বহিষ্কার করেছে তৃণমূল। কিন্তু তার কর্মকাণ্ডের জেরে চরম বিড়ম্বনায় রাজ্যের শাসক দল৷

বুধবার কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ইডি। জয়শ্রীর নামে একাধিক ট্রাস্ট খুলে তাতে বেসরকারি বিএড ও ডিএলএড কলেজ ছাড়াও কয়েকটি বেসরকারি স্কুল আছে কুন্তলের। ২০১৭ সালের পর থেকে জয়শ্রীর নামে একাধিক সম্পত্তিও কেনা হয়েছে।

গতকাল দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর জয়শ্রীর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। তাই সমস্ত নথি নিয়ে ফের তলব করেছে ইডি৷ সূত্রে খবর, আড়ালে থেকে কুন্তলের সঙ্গে গোটা দুর্নীতির জাল বিছিয়েছিল শান্তনুও। আগামী দিনে তার পরিবারের সদস্যকেও তলব করা হতে পারে৷