রায়গঞ্জে আচমকা লিড বাড়াল TMC, তবে কি দলবদলু কৃষ্ণতেই ভরসা?

প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে গেল তৃণমূল (TMC)। বিধানসভা উপ নির্বাচনের চার আসনেই এগিয়ে গেল তৃণমূল। দ্বিতীয় রাউন্ড শেষে রায়গঞ্জে যেমন ৬ হাজার ৭৭২ ভোটে এগিয়ে গেলেন…

প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে গেল তৃণমূল (TMC)। বিধানসভা উপ নির্বাচনের চার আসনেই এগিয়ে গেল তৃণমূল। দ্বিতীয় রাউন্ড শেষে রায়গঞ্জে যেমন ৬ হাজার ৭৭২ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে রানাঘাটেও এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম রাউন্ড শেষে ৪৩৫ ভোটে এগিয়ে মুকুটমণি।

এদিকে বাগদাতেও এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এবার আসা যাক মানিকতলার মতো হাইভোল্টেজ বিধানসভা আসনে। এই আসনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে পিছনে ফেলে এক লাফে অনেকটাই এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। তিনি ২ হাজার ২৫১ ভোটে এগিয়ে। এক কথায় বিধানসভা উপ নির্বাচনের চার আসন মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জে এই মুহূর্তে টানটান লড়াই চলছে।

   

যদিও সকলের নজর আটকে গিয়েছে রায়গঞ্জের দিকেই। কারণ এখানে বেশ অনেকটাই লিড বাড়াল তৃণমূল কংগ্রেস। এখানে পিছিয়ে রয়েছেন বিজেপির মানস কুমার ঘোষ। উল্লেখ্য, গত ২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপি থেকে জয়ী হয়ে বিধানসভায় যান কৃষ্ণ কল্যাণী। তবে পরে গেরুয়া শিবির বদল করে তৃণমূলে। লোকসভায় প্রার্থী হওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা এবং লোকসভা ভোটে হার। তবে এ বার ফের বিধানসভা উপনির্বাচনে প্রার্থী কৃষ্ণ।