Malda: ‘উন্নয়নের জন্য….’ ভোটের আগেও তৃণমূলের মাইক প্রচার অভিযোগ

কমিশনের নিয়মের তোয়াক্কা না করেই পঞ্চায়েত ভোটের আগের দিনও চলছে তৃণমূলের প্রচার। খবর পেয়ে ঘটনাস্থল এসে পৌঁছায় পুলিশ। ঘটনায় ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে (Malda)মালদার রাজনৈতিক মহলে।

TMC campaigns in Malda one day prior to panchayat election defying election rules

কমিশনের নিয়মের তোয়াক্কা না করেই পঞ্চায়েত ভোটের আগের দিনও চলছে তৃণমূলের প্রচার। খবর পেয়ে ঘটনাস্থল এসে পৌঁছায় পুলিশ। ঘটনায় ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে (Malda)মালদার রাজনৈতিক মহলে। রতুয়া-২ ব্লকের পীরগঞ্জ অঞ্চলের সাতমারা গ্রামে নির্বাচন কমিশনের নির্দেশ না মেনে আজ জোরকদমে চললো ভোট প্রচার। রাজ্য সরাকারের একাধিক প্রকল্পের নাম লেখা পোস্টার টোটোতে লাগিয়ে মাইক লাগিয়ে চলল প্রচার।

এই গ্রামেই এদিন ট্যাবলোতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার সহ পোস্টার লাগিয়ে বহু সময় নিয়ে চলে এই প্রচার। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই ট্যাবলো থামিয়ে খবর দেন পুখুরিয়া থানায়।খবর পেয়ে পুলিশ এসে ট্যাবলো-সহ দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এই বিষয়ে তৃণমূলের রতুয়া ২ ব্লক সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “গতকাল ভোট প্রচার চলছিল ওই ট্যাবলোটি নিয়েই। সেটা গ্রামেই ছিল। সাউন্ড সিস্টেমও লাগানো ছিল। যার কাছ থেকে সাউন্ড সিস্টেম ভাড়া নেওয়া হয়েছিল তাঁর দোকানে আজ ট্যাবলোটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু, সাউন্ড সিস্টেম বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা আমার জানা নেই”।