Green Chillies: অবশেষে দাম কমল কাঁচালঙ্কার

গত কয়েকদিন কাঁচালঙ্কার আকাশছোঁয়া দাম হয়ে উঠেছে মধ্যবিত্ত গৃহস্তের আলোচ্য বিষয়। কাঁচা লঙ্কার দাম বেড়ে হয়ে গিয়েছিল ৩৫০-৪০০ টাকা কেজি। এবার এলো স্বস্তির খবর। কলকাতা…

গত কয়েকদিন কাঁচালঙ্কার আকাশছোঁয়া দাম হয়ে উঠেছে মধ্যবিত্ত গৃহস্তের আলোচ্য বিষয়। কাঁচা লঙ্কার দাম বেড়ে হয়ে গিয়েছিল ৩৫০-৪০০ টাকা কেজি। এবার এলো স্বস্তির খবর। কলকাতা ও শহরতলির বাজারগুলোতে দাম কমেছে কাঁচালঙ্কার। দাম কমে হয়েছে ১০০-১৫০ টাকা প্রতি কেজি।

তবে এখনও দাম কমেনি টমেটো বা অন্যান্য সবজির। আজ শুক্রবার (৭ জুলাই) বাজারদর কেমন ছিল? আসুন দেখে নি-

   

উচ্ছে – ৯০ টাকা কেজি
পটল – ৬০ টাকা কেজি
গাঁটি – ৮০ টাকা কেজি
ঢ্যাঁড়স – ৮০-১০০ টাকা কেজি

তবে আমজনতার জন্য সুখবর। কাঁচা লঙ্কার দাম কমেছে। আজ কাঁচালঙ্কা বাজারে বিক্রী হয়েছে ১০০-১৫ টাকা কেজি। তবে অন্য সবজির দাম এখনও খুব বেশি। যেমন ঢ্যাঁড়স।

তবে সস্তা হয়েছে কিছু সবজি যেমন কুমড়ো। ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রী হয়েছে। পেঁপের দাম প্রতি কেজি ৪০ টাকা। আলুও বেশ সস্থা হয়েছে। পাওয়া যাচ্ছে ১৮-২০ টাকা কিলো তে। চন্দ্রমুখী আলু পাওয়া যাচ্ছে ২২-২৫ টাকায়।

তবে দাম এই মুহূর্তে কমছেনা টমেটোর। টমেটোর দাম এখন ১০০-১৫০ টাকা কেজি। টমেটোর জন্য এখনও কলকাতাকে নির্ভর করতে হচ্ছে ভিন রাজ্যের টমেটোর উপরেই। তাই দাম কমার কোন সম্ভাবনা নেই এই মুহূর্তে।

২০ টাকা থেকে আদার দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ৬০ থেকে ৭০ টাকায়। সঙ্গে বেড়েছে রসুনের দামও।

ওদিকে মাছ-মাংসের দামও ছিল আজ বেশি। কী কী এক নজরে দেখে নেওয়া যাক-

৫০০ গ্রামের ইলিশ – ৭০০ টাকা প্রতি কেজি
কাতলা মাছ – ৩৫০- ৪০০ টাকা প্রতি কেজি
রুই মাছ – ২০০-২৩০ টাকা প্রতি কেজি
চিকেন – ২২০-২৩০ টাকা প্রতি কেজি
মাটন – ৭৫০ – ৮০০ টাকা প্রতি কেজি