Transfer window: ‘টপ সাইনিং’ করিয়ে সমর্থকদের মন জিতল ক্লাব

Transfer window: নিজেদের লক্ষ্যে অবিচল রয়েছে Chennaiyin Fc। নামীদামী ফুটবলারদের পিছন না ছুটে নিজের দেশের প্রতিভা তুলে নিয়ে আসার কাজে রত দক্ষিণ ভারতের এই ক্লাব।

Footballer Irfan Yadwad

Transfer window: নিজেদের লক্ষ্যে অবিচল রয়েছে Chennaiyin Fc। নামীদামী ফুটবলারদের পিছন না ছুটে নিজের দেশের প্রতিভা তুলে নিয়ে আসার কাজে রত দক্ষিণ ভারতের এই ক্লাব। আরও এক তরুণ তুর্কিকে সই করিয়ে চমক দিয়েছে তারা। ইতিমধ্যে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার বিকেলে Chennaiyin Fc আরও একটি সই সংবাদ দিয়েছে। ইন্ডিয়ান সুপার লীগের এই ক্লাব সই করিয়েছে উঠতি ফুটবলার Irfan Yadwad-কে। চেন্নাইয়ে তাকে স্বাগত জানিয়েছে ক্লাব। সমর্থকরাও খুশি এই সই সংবাদ পেয়ে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েব সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরফানের জন্ম ১৯ জুন ২০০১ সালে। গোয়ার এই ফুটবলারের নামের পাশে ইতিমধ্যে রয়েছে চোখে পড়ার মতো পরিসংখ্যান। প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সত্তরটির বেশি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন প্রায় ৫০ টি গোল। একজন ফরোয়ার্ড হিসেবে এই পরিসংখ্যান সত্যি বলার মতো। তবে কার্ড দেখার প্রবণতা রয়েছে। অতীতে বেশ কিছু নামকরা ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। পঞ্জিম ফুটবলারস, Sporting Clube de Goa, এফসি ব্যাঙ্গালুরু ইউনাইটেডের সঙ্গে মুক্তি ছিলেন। এবার নাম লেখালেন Chennaiyin Fc।

<

p style=”text-align: justify;”>ইরফানের আগমণে খুশি ক্লাবের সমর্থকরা। একজন পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘ টপ টপ ফায়ার সাইনিং ‘। অন্য একজন লিখেছেন, ‘ আমাদের Chennaiyin Fc স্কোয়াডের অন্যতম সেরা ইয়ং স্টার।’ কেউ তাকে গোলমেশিন বলে আখ্যায়িত করেছেন ইতিমধ্যে।