Purba Medinipur: পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে গরম মহিষাদল

কে কার কথা শোনে। দুপক্ষ চেয়ার নিয়ে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ল। তৃণমূল ও বিজেপির এই সংঘর্ষে জখম কমপক্ষে ১৫ জন। বিধায়কের সামনেই সংঘর্ষ শুরু হয়।…

কে কার কথা শোনে। দুপক্ষ চেয়ার নিয়ে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ল। তৃণমূল ও বিজেপির এই সংঘর্ষে জখম কমপক্ষে ১৫ জন। বিধায়কের সামনেই সংঘর্ষ শুরু হয়। প্রথমে ব্যর্থ হলেও পরে কোনোরকমে পুলিশ সামাল দেয় পরিস্থিতি। সংঘর্ষে সরগরম পূর্ব মেদিনীপুর (Purba medinipur) জেলার মহিষাদল।

Advertisements

মহিষাদল সমবায়ের অনুষ্ঠানে তৃণমূল বিজেপি সংঘর্ষ। বিধায়কের সামনে দু পক্ষের চেয়ার ছোঁড়াছুড়ি। জখম ১৫ জন। কেশবপুরে টিএমসি বিজেপি সংঘর্ষ বিধায়কের সামনেই চেয়ার ছুড়ে শুরু মারপিট তাতেই জখম হয়েছেন বেশ কয়েকজন । অনুষ্ঠানে এই ধরনের হতাহত প্রথম। শান্তি রক্ষার্থে চলছে মাইকিং। প্রথমে বচসা তারপর হাতাহাতি তারপরে শুরু হয় চেয়ার ছোঁড়াছুড়ি। নিরাপত্তা আইনশৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছে।

   

রাজ্য জুড়ে রাজনৈতিক ও বিভিন্ন কারণে সংঘর্ষে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। একের পর এক ঘটনায় পুলিশ আক্রান্ত হচ্ছে। অভিযোগ, রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে পুলিশ অসহায় হয়ে যাচ্ছে। রবিবার রাত থেকে মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সংঘর্ষে তদন্তে গেলে পুলিশ আক্রান্ত হয়। সোমবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে মোবাইল চুরির তদন্তে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বিধায়কের সামনেই তৃ়নমূল-বিজেপির সংঘর্ষেও পুলিশ নির্বিকার ভূমিকায় ছিল বলে অভিযোগ।