ক্যান্সার আক্রান্ত সোমার চাকরি বীরভূমে, শিক্ষক নিয়োগের আন্দোলন চলছে

মারণ রোগ প্রতিনিয়ত লড়াই চলছে বেঁচে থাকার জন্য। তবুও শিক্ষক নিয়োগ আন্দোলনের সতীর্থদের সঙ্গে আছেন সোমা দাস। আদালতের নির্দেশে শিক্ষিকার চাকরি পেলেন তিনি। সোমাকে বীরভূমের…

মারণ রোগ প্রতিনিয়ত লড়াই চলছে বেঁচে থাকার জন্য। তবুও শিক্ষক নিয়োগ আন্দোলনের সতীর্থদের সঙ্গে আছেন সোমা দাস। আদালতের নির্দেশে শিক্ষিকার চাকরি পেলেন তিনি।

সোমাকে বীরভূমের নলহাটি-১ ব্লকের মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সোমা জানিয়েছেন, এই চাকরি আমার অধিকার। এর আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমায় ডেকে চাকরির কথা বলেছিলেন। আমার মনে হয়েছিল, সেটা সহানুভূতি। আমরা প্রায় ৪৫০ দিন ধরে আন্দোলন করছি, সকলকে চাকরি দিলে খুশি হতাম।

সোমা আরও বলেন, যোগ্যদের এখনও অনেকের চাকরি হয়নি। তাঁরা আন্দোলনে রয়েছেন। তাঁদের নিয়োগ হলে সেদিন আমার আনন্দ হবে।

স্কুল সার্ভিস কমিশনের নবম এবং দশম বিভাগে স্বচ্ছ নিয়োগের দাবীতে ধর্নায় বসেছেন হবু শিক্ষকরা। তাঁদের অভিযোগ, নিয়োগ তালিকায় নাম থাকলেও চাকরি পাননি কেউই। এদেরই একজন সোমা দাস। তিনি ক্যান্সার আক্রান্ত। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা জেনে তাঁকে চাকরির কথা বলেছিলেন অন্য কোনও চাকরির কথা। সোমা জানিয়েছিলেন, শিক্ষকতাই করব, অন্য কিছু নয়। চাকরি নিয়ে আন্দোলন থেকে সরব না।

বিচারপতি জানান, যদি কোনও সরকারী বিদ্যালয়ে শূণ্যপদ থাকে তাহলে তা সোমাকে দিতে হবে। নির্দেশ মতো চাকরি হলো সোমার।