Assam: বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ে মাত্রাহীন আবেগে আত্মহত্যা

ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ে ফের আত্মঘাতী হওয়ার সংবাদ। পশ্চিমবঙ্গের পর এবার অসম থেকে এলো মাত্রাতিরিক্ত আবেগে যুবকের আত্মঘাতী হওয়ার সংবাদ। গুয়াহাটিতে আত্মঘাতী হন ওই…

Dead body recovered from Burdwan University

ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ে ফের আত্মঘাতী হওয়ার সংবাদ। পশ্চিমবঙ্গের পর এবার অসম থেকে এলো মাত্রাতিরিক্ত আবেগে যুবকের আত্মঘাতী হওয়ার সংবাদ। গুয়াহাটিতে আত্মঘাতী হন ওই যুবক।

গতকালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে বিশাল পরাজয়ের শিকার হওয়ার ফলে ‘শকে’ গুয়াহাটিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাঞ্জল মজুমদার নামে ওই যুবক বিরুবাড়ি এলাকার বাসিন্দা। বিরুবাড়ির আইটিআই-এর ছাত্র প্রাঞ্জল ম্যাচটি দেখার পর হতাশায় পড়ে যান এবং রাতের খাবার না খেয়েই শুতে যান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত ব্যক্তি গত রাতে বেশ কয়েকবার বিছানা থেকে উঠেছিলেন।

পরে তারা প্রাঞ্জলকে চেক করতে গেলে দেখা যায় সে বিছানায় শুয়ে আছে এবং সাড়া দিচ্ছে না। পরিবারের লোকজন দ্রুত তাকে হায়াত হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ভর্তি করে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরিবারের সদস্যরা বলছেন যে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতের বিধ্বংসী পরাজয়ের ধাক্কায় প্রাঞ্জল মারা গেছেন। এটাও বলা হয়েছে যে ভুক্তভোগী কোন ধরণের টার্মিনাল অসুস্থতায় ভুগছেন বলে জানা যায়নি। পরিবারের সদস্যদের অভিযোগ আত্মহত্যার ফলে প্রাঞ্জলের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।