HomeWest Bengalলোকসভা election: বিষ্ণুপুর কেন্দ্রে দলীয় প্রার্থী সুজাতার সমর্থনে দেওয়াল লিখন শুরু টিএমসির

লোকসভা election: বিষ্ণুপুর কেন্দ্রে দলীয় প্রার্থী সুজাতার সমর্থনে দেওয়াল লিখন শুরু টিএমসির

- Advertisement -

বাঁকুড়া: স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে বর্তমানে ‘প্রাক্তনে’র দলে নাম লেখানো সৌমিত্র খাঁ-সুজাতা মণ্ডল এবার নির্বাচনী যুদ্ধে পরস্পরের মুখোমুখি। রবিবাসরীয় দুপুরে ব্রিগেড ময়দানে ‘জনগর্জন’ সভা থেকে দলের সেকেণ্ড-ইন-কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে সুজাতা মণ্ডলের নাম ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছেন ওই দলের নেতা কর্মীরা।

সোমবার সকাল থেকে বড়জোড়া ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু হলো। নেতৃত্বে ছিলেন তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ।

   

উল্লেখ্য, রাজনীতিতে আগ্রহী সব মানুষের এবার নজর থাকবে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটির দিকে। কারণ সম্ভবত স্বাধীনতার পর সম্ভবত এই প্রথমবার লোকসভা ভোটে কোন কেন্দ্রে সম্মুখ সমরে স্বামী-স্ত্রী। যদিও আইনত তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। অন্যদিকে সৌমিত্র খাঁ বা সুজাতা মণ্ডল জনতা জনার্দনের রায়ে যে-ই লোকসভায় যাওয়ার ছাড়পত্র আদায় করে নিননা কেন তিনিই ‘রেকর্ড’ তৈরী করবেন। সৌমিত্র জিতলে তিনি একটানা এই কেন্দ্র থেকে জিতে ‘হ্যাট্রিক’ করবেন, অন্যদিকে সিপিআইএমের সন্ধ্যা বাউরী-সুস্মিতা বাউরীর পর তিনিই হবেন এই কেন্দ্রের মহিলা সাংসদ। সঙ্গে নিজের ‘প্রাক্তন’ স্বামী গত দু’বারের সাংসদকে হারানোর কৃতিত্ব তো বটেই। তবে শেষ হাসি হাসবেন কে? সৌমিত্র, সুজাতা নাকি অন্য কেউ…এখনই বলা সম্ভব নয়। বলবে সময়। তার জন্য আরও বেশ কিছু দিন অপেক্ষা তো করতেই হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular